একদিকে আধুনিক খাবারের প্রতি আগ্রহ বেড়েছে, অন্যদিকে পুরনো ঐতিহ্যবাহী খাবারের প্রতি ফিরে আসার প্রবণতা তৈরি হয়েছে এ বছর। কিছু নতুন খাবারও মানুষের পাতে উঠেছে এ বছর। সেগুলোর শুলুক-সন্ধান করেছেন আনিসা বিনতে কামাল
গয়নার ধরন ও নকশায় প্রতিবছরই নানা এক্সপেরিমেন্ট করেন ডিজাইনাররা। এ বছরও দেখা গেছে সেই ধারা। কোন ধরনের গয়নার প্রতি ক্রেতাদের নজর ছিল খোঁজ নিয়েছেন ফারিয়া এজাজ