ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

সমঝোতার পথ আর থাকছে না: ওবায়দুল কাদের

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
সমঝোতার পথ আর থাকছে না: ওবায়দুল কাদের

দশম জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার আর কোনো সুযোগ নেই। সমঝোতার আশা ক্ষীণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিমধ্যে ১৫১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন সমঝোতা হলে ১১তম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বিএনপি।

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের আর কোন সুযোগ নেই। রবিববার সেতু ভবনে ঢাকা এলিভেডেট এক্সপ্রেস ওয়ের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পরবর্তী জেনারেশন প্রজেক্ট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ হতে যাচ্ছে। এতে ব্যয় ধরা হচ্ছে ৮ হাজার ৩শ ৭ কোটি টাকা।
তিনি আরও বলেন, জমি অধিগ্রহণের টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। এখন জমি অধিগ্রহণে আর কোন জটিলতা নেই। আগামী মাস থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ফিজিক্যাল ওয়ার্ক শুরু হবে। এর মূল কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধান প্রকৌশলী কবির হোসেনসহ যোগাযোগ ও সেতু বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বনে ফিরল খাঁচায় বন্দি হওয়া মেছো বিড়াল

নেত্রকোনা ও দুর্গাপুর প্রতিনিধি
নেত্রকোনা ও দুর্গাপুর প্রতিনিধি
শেয়ার
বনে ফিরল খাঁচায় বন্দি হওয়া মেছো বিড়াল

নেত্রকোনায় হাঁসের খামারে ফাঁদে ধরা পড়া খাঁচায় বন্দি মেছো বিড়াল বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে দুর্গাপুর উপজেলার পাহাড়ি সীমান্ত নদী সোমেশ্বরীর পাড় ঘেঁষা বনে বিরল প্রাণীটিকে অবমুক্ত করে বন বিভাগ।

এর আগে গতকাল (৪ এপ্রিল) শুক্রবার কলমাকান্দা উপজেলার পাঁচুড়া গ্রামের শেখ জামালের হাঁসের খামার থেকে মেছো বিড়ালটি আটকা পরে। মেছো বিড়ালটির উচ্চতা প্রায় দুই ফুট এবং লম্বায় তিন ফুট।

 

জানা গেছে, পাচুড়া গ্রামের শেখ জামালের খামারে শেয়ালের উপদ্রব বাড়ায় একটি লোহার খাঁচার ফাঁদ তৈরি করেন। এই ফাঁদে রাতে একটি হাঁস রেখে ফাঁদের মুখ খুলে রাখতেন খামারির মালিক। শুক্রবার সকালে ফাঁদে কিছু একটা আটকা পড়েছে শব্দ শুনে দেখতে গেলে মেছো বিড়ালিটি দেখতে পায় খামারে লোকজন। এর আগেও এই ফাঁদে আরো দুটি শেয়াল ধরা পড়ে।

 

এদিকে মেছো বিড়াল ধরা পড়ার খবরে স্থানীয়রা সেটি দেখতে খামারে ভিড় করেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। বিষয়টি নজরে আসলে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং-এর সদস্যরা উধ্বর্তন বন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রাং, ফরেস্টার রহিম উদ্দিন, এফজি মিশু দে, মালী মো. তুহিন উদ্দিন, বাগান মালী মো. তাজুল ইসলাম প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করেন।

এ ব্যাপারে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, আমরা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং-এর সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে খামারির সঙ্গে কথা বলেছি। পরবর্তীতে আমাদের বন বিভাগের সদস্যদের মাধ্যমে প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় বনে প্রাণীটিকে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, মেছো বিড়াল একটি বিরল প্রজাতির প্রাণী। এসব প্রাণী সাধারণত বড় জলাশয়, পুকুর ও হাওর অঞ্চলে বসবাস করে। এদের মূল খাবারই হলো মাছ।

তবে বিভিন্ন সময় খাদ্যের সন্ধানে এরা লোকালয়ে চলে আসে এবং হাঁস-মুরগির খামারে ঢুকে পড়ে। এরা সাধারণত ইঁদুর, বিষধর সাপসহ পরিবেশের জন্য ক্ষতিকারক প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তবে এই প্রাণীর শরীরে কালো ছোপ ছোপ চিহ্ন থাকায় অনেক সময় মানুষ এটিকে চিতা বাঘ বা বাঘ বলে ভুল করে হত্যা করে। দেশের প্রথমবারের মতো এ বছর থেকেই পহেলা ফেব্রুয়ারি বিশ্ব মেছো বিড়াল দিবসও পালিত হয়েছে। প্রাণীটি একেবারেই নিরীহ প্রজাতির একটি প্রাণী। আমরা সচেতনতার মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি প্রাণীটির রক্ষায় সবাইকে এগিয়ে আসার জন্য। 

মন্তব্য

দুই ঘণ্টার চেষ্টায় নিভল টঙ্গীর তুলার গোডাউনের আগুন

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
দুই ঘণ্টার চেষ্টায় নিভল টঙ্গীর তুলার গোডাউনের আগুন
ছবি: কালের কণ্ঠ

গাজীপুরের টঙ্গীতে কাঁচা বাজার এলাকার একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুই  ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টায় আগুন লাগে ও ১১টায় নিয়ন্ত্রণ হয়।

স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর কলেজ গেট এলাকায় কাঁচা বাজারের একটি তুলার গোডাউনে হঠাৎ আগুন জ্বলে উঠে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর ও আগুনের সূত্রপাতের কারণ ও জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাশেদ মিয়া জানান, রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই লাখ টাকার তুলা পুঁড়ে গেছে।

২০ লাখ টাকার তুলা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মন্তব্য

ভাঙ্গায় পৃথক স্থানে মিলল কিশোর ও গৃহবধূর লাশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় পৃথক স্থানে মিলল কিশোর ও গৃহবধূর লাশ
প্রতীকী ছবি

ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রাম থেকে লিমা আক্তার (২১) নামক এক গৃহবধূ ও চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রাম থেকে মামুন মাতুব্বর (১৭) নামক এক কিশোরের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গৃহবধূ ও সকাল ৯টার দিকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ, এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন গৃহবধূ লিমা আক্তার (২১)। তিনি সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মেছেরডাঙ্গী গ্রামের মুকুল খানের মেয়ে ও একই ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু মৃধার স্ত্রী।

তিন বছর আগে প্রেম করে আবু মৃধা বিয়ে করেন লিমা আক্তারকে। গত ৫ মাস আগে আবু মৃধা ও লিমা ভাঙ্গায় এসে বাসা ভাড়া নেয়। তখন আবু মৃধা সৌদি থেকে দেশে ছুটিতে এসেছিল। ফেব্রুয়ারি মাসে আবু মৃধা পুনরায় সৌদি আরবে চলে যায়।
এরপর থেকে লিমা একা বাসায় থাকত। 

শনিবার সকালে সৌদি থেকে স্বামী আবু মৃধা স্ত্রী লিমাকে বারবার মোবাইল ফোনে কল দেয়। কিন্তু লিমা ফোন রিসিভ না করায় বিষয়টি আবু মৃধা লিমার ছোট ভাই রুমনকে জানায়। এরপর রুমন  সদরপুর থেকে ভাঙ্গায় বোনের বাসায় আসে।

বোন লিমাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি রুমন। এরপর বিষয়টি বাড়ির তত্ত্বাবধায়ক আজিজুল মৃধাকে (৪৭) জানায়। তিনি ভাঙ্গা থানায় বিষয়টি জানান। 

এরপর ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সঙ্গে কালো ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার লাশ উদ্ধার করে।

অপরদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের কৃষক মাজেদ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বর (১৭) এর লাশ বাড়ির পাশের আম গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ শনিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে। মামুন মাতুব্বর ঢাকায় একটি মোবাইলের দোকানের কর্মচারী। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। শুক্রবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। রাত ১২টায়ও বাড়ি না ফেরায় বাবা মাজেদ মাতুব্বর ছেলে মামুন মাতুব্বরকে ফোন দেয়। এ সময় ফোন বন্ধ পায়। সকালে প্রতিবেশী এক লোক ঝুলন্ত অবস্থায় মামুনের লাশ দেখতে পেয়ে মামুনের বাবাকে খবর দেয়। এরপর ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

ভাঙ্গা থানার দ্বিতীয় কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ভাঙ্গায় পৃথক দুইটি স্থান থেকে এক কিশোর  ও এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মন্তব্য

গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড, বিএনপি নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড, বিএনপি নেতার পদ স্থগিত
ছবি: কালের কণ্ঠ

সিলেট নগরে বিলবোর্ডে ঈদ শুভেচ্ছা জানানো সেই বিএনপি নেতা মো. আমির হোসেনের সদস্য পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। আমির সিলেট মহানগর বিএনপির সহসভাপতি এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। গাছের কারণে বিলবোর্ডের ঈদ শুভেচ্ছা দৃষ্টিগোচর না হওয়ায় বিলবোর্ডের সামনে থাকা গাছের সব ডাল কেটে ফেলে আলোচনায় আসেন তিনি। এ নিয়ে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর তিনি বিলবোর্ড থেকে ঈদ শুভেচ্ছা সরিয়ে নেন।

এবার তার সদস্য পদ স্থগিত হলো।

শনিবার (৫ এপ্রিল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত এক চিঠিতে আমির হোসেনের পদ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারের গাছ কেটে বিলবোর্ড লাগানো হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ ছাড়া আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নজরে এসেছে। এই গর্হিত কাজের জন্য আপনার প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো।’

এর আগে গত ২৫ মার্চ রাতে সিলেট নগরের পনিটুলা ও মদিনা মার্কেট সড়কের মধ্যবর্তী সড়ক বিভাজনে বিলবোর্ডের সামনের কয়েকটি গাছ কেটে ফেলা হয়।

গাছের সব ডালপালা কেটে ফেলার কারণ জানতে চাইলে গাছ কর্তনকারীরা জানান, বিলবোর্ডে তাদের নেতার ঈদ শুভেচ্ছা গাছের ডালের কারণে দৃষ্টিগোচর না হওয়ায় ডালগুলো কেটেছেন তারা। এ ব্যাপারে সিটি করপোরেশনের অনুমতি আছে কি না জানতে চাইলে তারা এড়িয়ে যান।

এরপর বৃক্ষ কেটে ফেলার কাণ্ড নিয়ে গত ২৮ মার্চ কালের কণ্ঠ অনলাইনে ‘গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় তুললে ওই রাতেই বিলবোর্ড থেকে ঈদ শুভেচ্ছা সরিয়ে ফেলেন মো. আমির হোসেন। পরে ‘ঈদ শুভেচ্ছার বিলবোর্ড সরিয়ে নিলেন সেই বিএনপি নেতা’ শিরোনামে ফলোআপ সংবাদ ছাপা হয়েছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ