kalerkantho


একাদশ শ্রেণি

বাংলা প্রথম পত্র

মো. শহিদুল ইসলাম, প্রভাষক ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও, ঢাকা   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০সাম্যবাদী : কাজী নজরুল ইসলাম

বহু নির্বাচনী প্রশ্ন

১।   ‘সাম্যবাদী’ কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

     ক) অগ্নিবীণা        খ) বিষের বাঁশি

     গ) সাম্যবাদী       ঘ) চক্রবাক

২।   জেরুজালেম কোথায়?

     ক) জর্দানে   

     খ) সৌদি আরবে

     গ) ফিলিস্তিনে 

     ঘ) ইরানে

৩।   মহাবীর প্রতিষ্ঠিত ধর্মের নাম কী?

     ক) পার্সি ধর্ম      

     খ) জৈন ধর্ম

     গ) ইহুদি ধর্ম          

     ঘ) হিন্দু ধর্ম

৪।   ‘পথে ফোটে তাজা ফুল’ এখানে ‘পথ’ বলতে বোঝানো হয়েছে—

     ক) মহামানব      

     খ) ধর্মগ্রন্থ

     গ) সাধারণ মানুষ

     ঘ) পবিত্র জায়গা

৫।   ‘আবেস্তা’ কিসের নাম?

     ক) ধর্মগ্রন্থ    খ) ভাষা

     গ) জাতি     ঘ) সম্প্রদায়

৬।   ‘দেউল’ শব্দের সমার্থক হিসেবে কোনটি গ্রহণযোগ্য?

     ক) মন      খ) অন্তর

     গ) মন্দির    ঘ) হৃদয়

৭।   কবি সাম্যের গান গেয়েছেন কেন?

     ক) সাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য

     খ) অসম্প্রদায়িক সমাজ গঠনের জন্য

     গ) মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্য

     ঘ) নিজের আদর্শ প্রচারের জন্য

৮।   বিশ্ব-দেউল কোনটি?

     ক) বাড়ি     খ) হৃদয়

     গ) স্থাপনা    ঘ) শরীর

৯।   ‘সাম্যবাদী’ কবিতায় ‘জেন্দা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

     ক) জীবন্ত    খ) জাতি

     গ) ভাষা     ঘ) ধর্মগ্রন্থ

১০। কাকে ‘বাঁশির কিশোর’ বলা হয়েছে?

     ক) যিশুখ্রিস্টকে

     খ) শ্রীকৃষ্ণকে

     গ) গৌতম বুদ্ধকে   

     ঘ) মহাবীরকে

১১। মৃত পুঁথি-কঙ্কাল কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

     ক) পুরনো বই-পুস্তক

     খ) মানুষের কঙ্কাল

     গ) অতীত ইতিহাস

     ঘ) পুরনো ধ্যান-ধারণা

 

উত্তর

১. খ ২. গ ৩. খ ৪. গ ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. খ ১১. ঘ।


মন্তব্য