দীর্ঘ মেয়াদে বিনিয়োগ বাড়াচ্ছে কোকা-কোলা

বাংলাদেশে বড় হচ্ছে কোমল পানীয় বাজার

বাংলাদেশে ১৬ কোটি মানুষের বেশির ভাগই তরুণ। ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, মধ্যবিত্ত শ্রেণির বিকাশ—এসব বাংলাদেশকে এশিয়ার একটি অন্যতম প্রবৃদ্ধিশীল বাজারে পরিণত করেছে। কোমল পানীয়র বাজারেও তাই বাংলাদেশকে একটি শক্তিশালী বাজার বলে মনে করেন কোকা-কোলা ইন্ডিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল) দেবব্রত মুখার্জি। সম্প্রতি ঢাকা সফরে এসে কালের কণ্ঠ’র বিজনেস এডিটর মাসুদ রুমীকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, বাংলাদেশের ভোক্তাদের সঙ্গে আরো সংযোগ বাড়াতে ব্যবসায়িক অবকাঠামো উন্নয়ন করছে কোকাকোলা। ৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগে ভালুকায় প্লান্ট স্থাপন, বিক্রয়, বিতরণ ও বিপণন নেটওয়ার্ক উন্নয়ন করা হচ্ছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে বিনিয়োগ বাড়ানোর মধ্য দিয়ে এ দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতে প্রভাব রাখতে চাই কোকাকোলা
notdefined
notdefined
শেয়ার
বাংলাদেশে বড় হচ্ছে কোমল পানীয় বাজার
কোকা-কোলা দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট দেবব্রত মুখার্জি। ছবি : লুত্ফর রহমান

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ