ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১

ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১
জিএসএমএ ও অ্যামটবের কর্মশালা

দ্রুত কার্যকর টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দ্রুত কার্যকর টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নের দাবি
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ছবি : কালের কণ্ঠ

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব) এবং গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ) আয়োজিত এক কর্মশালায় টেলিযোগাযোগ খাতের অনিশ্চয়তা দূর করার জন্য দ্রুত জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কর্মশালায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, টেলিযোগাযোগসচিব ফায়জুর রহমান চৌধুরী, জিএসএমএর এশিয়া প্রধান আইরিন ইনক, অ্যামটব চেয়ারম্যান জিয়াদ সাতারা ও মহাসচিব নুরুল কবীর বক্তব্য দেন। পরে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, বাংলালিংকের সিইও জিয়াদ সাতার, রবির সিইও সুপুন বীরাসিংহে, বাংলাদেশ আমেরিকান চেম্বারের প্রেসিডেন্ট আফতাবুল ইসলাম, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের সিইও ফেরদৌস আরা বেগম প্রমুখ প্যানেল আলোচনায় অংশ নেন।

এ সময় তাঁরা প্রযুক্তি নিরপেক্ষ, ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রণ, ব্যবসা-বিনিয়োগবান্ধব স্থিতিশীল নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচকরা জানান, ১৬ বছর আগে ১৯৯৮ সালের জাতীয় টেলিযোগাযোগ নীতিমালায় একবিংশ শতাব্দীর মধ্যে এ খাতের অগ্রগতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা অনেক আগেই অতিক্রম হয়ে গেছে। ওই নীতিমালা যখন প্রণয়ন হয় তখন দেশের টেলিঘনত্ব ছিল প্রতি ১০০ জনে মাত্র শূন্য দশমিক চারজন।

বক্তারা আরো বলেন, দেশে টেলিঘনত্ব দাঁড়িয়েছে ৭০ শতাংশের ওপরে।

এই খাতের আকার এখন বিশাল। কিন্তু সময়োপযোগী কোনো নীতিমালা অনুসরণ না করে কর্তৃপক্ষের যথেচ্ছ সিদ্ধান্তে এ খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ওয়ালটন : দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এনেছে নতুন মডেলের ১৩টি হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাবে। ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যাচ্ছে।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/28-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯২তম সভা হয়েছে গত মঙ্গলবার।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসানসহ অন্য কর্মকর্তারা।

প্রাসঙ্গিক
মন্তব্য
সংক্ষিপ্ত

ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

ঈদের ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল ডিএসইতে ৩১৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের কার্যদিবস থেকে ১১৭ কোটি ৭৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ