kalerkantho


জনতা ব্যাংকের নতুন দুই মহাব্যবস্থাপক

বাণিজ্য ডেস্ক   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০জনতা ব্যাংকের নতুন দুই মহাব্যবস্থাপক

কাজী গোলাম মোস্তফা সম্প্রতি জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন। এর পাশাপাশি মো. আহ্সান উল্লাহ সম্প্রতি পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হিসেবে জনতা ব্যাংকের রিসার্স অ্যান্ড প্ল্যানিং ডিভিশনে যোগ দিয়েছেন। কাজী গোলাম মোস্তফা পদোন্নতির আগে জনতা ব্যাংক স্টাফ কলেজে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে একই ব্যাংকে যোগ দেন।

মো. আহ্সান উল্লাহ ১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগ দেন।


মন্তব্য