ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬
রমজানেই বিক্রি হয় ৪০০ কোটি টাকার ছোলা

পাইকারিতে না বাড়লেও খুচরায় শঙ্কা

আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
শেয়ার
পাইকারিতে না বাড়লেও খুচরায় শঙ্কা
দাম বাড়ার আশঙ্কা দেখছেন না আড়তদাররা। ফাইল ছবি

রমজান ঘিরে খাতুনগঞ্জের পাইকারি বাজারে ছোলার দাম বাড়েনি। শবেবরাতের পর থেকে পাইকারিতে পুরোদমে বেচাকেনা চলছে ছোলাসহ অন্য ভোগ্য পণ্য; চলবে চলতি সপ্তাহ পর্যন্ত। এই ধারাবাহিকতা থাকলে আগামী সপ্তাহেও দাম বাড়ার আশঙ্কা দেখছেন না আড়তদার ও আমদানিকারকরা। এর মূল কারণ হচ্ছে, গত বছর চাহিদার অতিরিক্ত আমদানীকৃত ছোলা অবিক্রীত রয়ে গেছে; সেগুলো এবার আগেভাগেই বাজারে আসছে।

সেই সঙ্গে এ বছরও চাহিদার চেয়ে বেশি ছোলা আমদানি হয়েছে আর চট্টগ্রাম বন্দরে জাহাজজট না থাকায় নির্দিষ্ট সময়ের আগেই ছোলা আমাদনিকারকের গুদাম হয়ে বাজারে পৌঁছেছে। সরবরাহে ঘাটতি না থাকায় বাজারে প্রচুর ছোলা, তাই পাইকারিতে দাম বাড়ার কোনো কারণ নেই।

খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সভাপতি সোলায়মান আলম বাদশা কালের কণ্ঠকে বলেন, বাজার যেভাবে চলবে তাতে অন্তত পাইকারি বাজারে ছোলার দাম বাড়ার কোনো সুযোগ দেখছি না। কারণ বেচাকেনার মূল সপ্তাহ তো পার করে এসেছি; দাম তো বাড়েনি।

রমজানের শুরুর দিন পর্যন্ত এই বেচাকেনা চলবে। এরপর দাম কমবে। তবে খুচরায় তদারকি করলে ভোক্তারা এর সুফল পাবে।

আড়তাররা বলছেন, খাতুনগঞ্জের পাইকারি বাজারে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ছোলা বিক্রি হয়েছে মণপ্রতি (৩৭ দশমিক ৩৮ কেজি) দুই হাজার ৪৫০ টাকা থেকে দুই হাজার ৬৫০ টাকায় অর্থাৎ কেজি ৬৫ টাকা থেকে ৭১ টাকা পর্যন্ত।

গতকাল শনিবারও প্রায় একই দামে বিক্রি হয়েছে। আর মিয়ানমারের ছোলা বিক্রি হচ্ছে মণপ্রতি দুই হাজার ৪৮০ টাকায় অর্থাৎ কেজি প্রায় ৬৭ টাকা।

ছোলার দাম বাড়ার সুযোগ নেই মন্তব্য করে আমদানিকারক পায়েল ট্রেডার্সের কর্ণধার আশুতোষ মহাজন কালের কণ্ঠকে বলেন, ‘রমজানের এক দিন পর্যন্ত বেচাকেনা চলবে, এরপর দেখবেন বাজার একেবারে কমে গেছে। কারণ বাজারে এত বেশি ছোলা এসেছে, গত বছরের উদ্বৃত্ত ছোলাও ছিল, সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দামও কমছে। আর সরবরাহও একেবারে স্বাভাবিক।

তাহলে কী কারণে দাম বাড়বে? ’

পাইকারি ব্যবসায়ীরা জানান, খাতুনগঞ্জের পাইকারি বাজারে প্রতি টন ছোলার সর্বনিম্ন দাম ৬৪ হাজার টাকা। সে হিসাবে বিগত বছরে আমদানীকৃত ছোলার বাজারমূল্য দাঁড়ায় এক হাজার কোটি টাকার বেশি। আর খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৬ থেকে ৮০ টাকায়; সে হিসাবে এক বছরে ছোলার খুচরা বাজারমূল্য দাঁড়ায় এক হাজার ৩০০ কোটি টাকা।

জানা গেছে, পাইকারি বাজারে এক কেজি ছোলা বিক্রি হচ্ছে মান ও দেশভেদে ৬৪ থেকে ৭১ টাকায়। কিন্তু খুচরা বাজারে সেই ছোলা বিক্রি হচ্ছে ৭৬ থেকে ৮০ টাকায়। পাইকারির সঙ্গে ছোলার এত বেশি ব্যবধানের কারণে ভোক্তারা ন্যায্য দাম পায় না। তাই খুচরা বাজারে তদারকির দাবি করেছেন আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা। কাজীর দেউড়ি খুচরা বাজারে আল মদিনা স্টোরের কর্ণধার নাসির উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘গত বৃহস্পতিবার মিয়ানমারের সবচেয়ে ভালো মানের ছোলা কিনেছি মণ দুই হাজার ৫৮০ টাকায়। সে হিসাবে এক কেজি ছোলা কিনতে হয়েছে প্রায় ৭০ টাকায়; এর সঙ্গে ধোলাই, পরিবহন খরচ, শ্রমিক খরচ মিলিয়ে আমরা ৭৮ থেকে ৮০ টাকায় বিক্রি করছি। আর অস্ট্রেলিয়ার ছোলা কিনেছি মণ দুই হাজার ৭০০ টাকায়। আমাদেরও মনে হয় না রমজানে দাম এর চেয়ে খুব বেশি হবে। দাম কমে গেলে বিপদে পড়তে হবে শঙ্কায় বেশি পরিমাণ ছোলা না কিনে কয়েক বস্তা করে কিনে রাখছি।’

চট্টগ্রাম কাস্টমসের হিসাবে, বিগত ২০১৮-১৯ অর্থবছরে দেশে মোট ছোলা আমদানি হয়েছিল এক লাখ ৬৩ হাজার টন। আর চলতি ২০১৯-২০ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে ছোলা আমদানি হয়েছে এক লাখ ১২ হাজার টন। অর্থবছরের আরো তিন মাস আছে; সে হিসাবে ছোলা আমদানি বিগত বছরের চেয়ে বাড়বে।

নিয়মানুযায়ী ছোলাভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর সেগুলো শুল্কায়ন করা হয়। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ছোলার শুল্কায়ন ও শুল্ক নির্ধারণ করে দেয়। চলতি ২০১৯-২০ অর্থবছরে আমদানীকৃত এক লাখ ১২ হাজার টন ছোলার শুল্কায়িত মূল্য হচ্ছে ৬২০ কোটি টাকা। অর্থাৎ চট্টগ্রাম কাস্টমসে প্রতি টন ছোলা শুল্কায়ন হয়েছে ৫৫ হাজার টাকায়। চলতি অর্থবছর যেহেতু শেষ হয়নি তাই বিগত ২০১৮-১৯ অর্থবছরে আমদানীকৃত এক লাখ ৬৩ হাজার টন ছোলার হিসাব কষে দেখা গেছে এর শুল্কায়ন মূল্য দাঁড়ায় প্রায় ৯০০ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ছোলার আমদানি শুল্কায়ন ও বাজারমূল্য হিসাব করে দেখেছি দাম এখন পর্যন্ত সহনীয় ও সামঞ্জস্যপূর্ণ রয়েছে। শুল্কায়ন মূল্য বিবেচনা করলে প্রতি কেজিতে পাঁচ টাকার বেশি লাভ থাকে না আমদানিকারকের। বাজারদর এ রকম থাকলেই রাজস্ব কমানোর সরকারের উদ্দেশ্য পূরণ হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

বিএফআইইউ : বিএফআইইউর উদ্যোগে এবং এএসিওবিবির সহযোগিতায় মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিএফআইইউর প্রধান কর্মকর্তা এ এফ এম শাহীনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/04.April/14-04-2025/SHN/kalerkantho-ib-8a.jpg

জনতা ব্যাংক : জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন দুজন ডিএমডিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। নতুন দুজন উপব্যবস্থাপনা পরিচালক হলেন মো. নজরুল ইসলাম ও মো. আশরাফুল আলম।

এ সময় ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও অন্য নির্বাহীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/04.April/14-04-2025/SHN/kalerkantho-ib-8a.jpg

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২১তম সভা অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, এমডি ও সিইও ফরমান আর চৌধুরীসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/04.April/14-04-2025/SHN/kalerkantho-ib-8a.jpg

কপিশপ : কপিশপের নিয়মিত মেন্টরিং সেশন কপিকলরবের বিজ্ঞাপনসহ সৃজনশীল শিল্পের বিবিধ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের; আহের ও এখনের; আজ ও আগামীর শঙ্কা ও সম্ভাবনা নিয়ে আলাপ করেন ডিজিটাল অ্যাড ফার্ম মাইটির এজেন্সি হেড অরূপ ইরফান।

এটি কপিশপের আয়োজনে চলমান কপিকলরবের দশম পর্ব। আয়োজনে উপস্থিত সবাই এই ধারাবাহিকতা অটুট রাখার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ওয়ালটন আনল নতুন রাউটার

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ওয়ালটন আনল নতুন রাউটার

বাংলাদেশি প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ এবার নিয়ে এসেছে রিচার্জেবল ব্যাটারিসমৃদ্ধ ফোরজি সিম সাপোর্টেড রাউটার। স্মার্ট ডিজাইন, উচ্চগতির ইন্টারনেট এবং সহজ ব্যবহারযোগ্যতার এক অনন্য সংমিশ্রণে তৈরি ওয়ালটনের নতুন এই রাউটার। নতুন রাউটারটি এখন ১০ শতাংশ বিশেষ ছাড়ে চার হাজার ৯৫ টাকায় ওয়ালটন প্লাজায় পাওয়া যাচ্ছে। নতুন আসা ওয়ালটনের তরঙ্গ ব্র্যান্ডের ডব্লিউআর৩৪জি মডেলের রাউটারটিতে রয়েছে শক্তিশালী ফোরজি এলটিই কানেক্টিভিটি, যা দিয়ে পাওয়া যাবে সর্বোচ্চ ১৫০ এমবিপিএস ডাউনলোড এবং ৫০ এমবিপিএস আপলোড স্পিড।

এই রাউটার ২.৪ গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ওয়াই-ফাই ট্রান্সমিশন দিতে পারে ৩০০ এমবিপিএস পর্যন্ত স্পিড।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ