kalerkantho


বিকল্প ব্যবস্থা নিন

১৩ আগস্ট, ২০১৭ ০০:০০বিকল্প ব্যবস্থা নিন

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। প্রতিবছর অনেক মানুষ হজ করার জন্য উপস্থিত হন পবিত্র মক্কা নগরীতে। হজ শুরুর আগে ও পরে তাই এক বিশাল কর্মযজ্ঞ চলে সৌদি আরব তথা মুসলিম দুনিয়ায়। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও হজব্রতের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। একটি বড় অংশের মানুষ এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রায় প্রতিবছরই হজের এই অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনৈতিকতার অভিযোগ উঠে থাকে। অভিযুক্ত ব্যক্তি বা এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। হজ পালনের সময় হাজিদের যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা থাকে, সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রায়ই তার ব্যত্যয় ঘটার অভিযোগ পাওয়া যায়। হজ যাত্রায় অনিশ্চয়তার জন্য দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে লাইসেন্স বাতিল, জরিমানাসহ প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে হবে। হজযাত্রী সংকটে ফ্লাইট বাতিল করার কারণে দুর্ভোগের শিকার হজযাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এম আনিসুর রহমান

শেখেরখিল, বাঁশখালী, চট্টগ্রাম।


মন্তব্য