কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারও জেএসসির ফলাফল জিপিএ ৫ প্রাপ্তিতে প্রথম অবস্থানে আছে কুমিল্লা মডার্ন স্কুল। এ বছর বোর্ডে ১১তম অবস্থানে থাকলেও জিপিএ ৫-এ সেরা অবস্থানে রয়েছে এ স্কুলটি। এ বছর কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে ১২৪৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১২৩৯ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫৫০ জন।
কুমিল্লায় জিপিএ ৫ প্রাপ্তিতে সেরা মডার্ন স্কুল
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
সম্পর্কিত খবর

বিয়ে-তালাক নিবন্ধন করা যাবে অনলাইনে
নিজস্ব প্রতিবেদক

‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯’ সংশোধন করেছে সরকার। এর মধ্য দিয়ে এখন থেকে অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে। তবে বর্তমানে প্রচলিত পদ্ধতিও বহাল থাকবে। বিধিমালা সংশোধন করে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংক্ষিপ্ত
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র্যালি
নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র্যালি করবে বিএনপি। গতকাল বুধবার দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।
।

আলিম পরীক্ষা শুরু ২৬ জুন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন, যা ১২ আগস্ট শেষ হবে। গতকাল বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়। প্রথম দিন কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা হবে। আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র দিয়ে শেষ হবে।

দুই দিন বৃষ্টি বেশি থাকতে পারে, কমতে পারে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। সেই সঙ্গে তাপপ্রবাহের এলাকাও কমতে পারে। আগামী শনিবার থেকে আবার বৃষ্টি কমে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।