রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে সরিয়ে দেওয়ার পর শূন্য হওয়া ওই দুই পদ পূরণে যোগ্য প্রার্থী বাছাই করতে সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন গভর্নর ড. ফজলে কবির এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুর্শিদ ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখতও কমিটিতে রয়েছেন।
ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুকদের কাছ থেকে আবেদন আহ্বান করবে সার্চ কমিটি।