kalerkantho


৩ অক্টোবর আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুুটি শেষে আগামী ৩ অক্টোবর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মূল ভবনের ভেতরে লনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আমিনুল ইসলামের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অবকাশকালীন ছুটির পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাতের প্রথা রয়েছে। এরই অংশ হিসেবে এর আয়োজন করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। তিনি এখন কানাডায় অবস্থান করছেন। এরপর তিনি জাপান যাবেন। ২২ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


মন্তব্য