kalerkantho


নোটিশ বোর্ড

উচ্চ শিক্ষাকেন্দ্রে এন্টারপ্রেনারশিপ প্রগ্রাম করতে চায় মার্কিন সংস্থা

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়াধানী ফাউন্ডেশনের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান মিস. প্রীতি সিং গতকাল বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ড. মো. খালেদ, সচিব, ইউজিসি এবং খন্দকার আবু জাফর মো. সালেহ, প্রগ্রাম ম্যানেজার, বাংলাদেশ, ওয়াধানী ফাউন্ডেশন এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রীতি সিং ইউজিসি চেয়ারম্যানকে জানান, বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরির জন্য ওয়াধানী ফাউন্ডেশনে এ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এন্টারপ্রেনারশিপ প্রগ্রাম চালু করতে চায়। এ সময় প্রস্তাবটি ইতিবাচক বলে মন্তব্য করে ইউজিসি চেয়ারম্যান বলেন, এটি এ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য