kalerkantho


নোটিশ বোর্ড

বুয়েটে হেলিক্স স্টেকহোল্ডারদের ওয়ার্কশপ

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে গত মঙ্গলবার ‘ফাইনাল স্টেক হোল্ডার ওয়ার্কশপ অন হাই-অ্যান্ড ক্লাইমেট ইমপ্যাক্ট অ্যান্ড এক্সট্রিমস (হেলিক্স)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট (আইডাব্লিউএফএম) এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন আইসিসিএডির পরিচালক ড. সালিমুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. রিচার্ড বেটস, টিম লিড হেলিক্স ও অধ্যাপক এক্সিটার বিশ্ববিদ্যালয়, ড. এ কে গোসাইন, লিড ডাব্লিউপি৯ ও প্রফেসর, আইআইটি দিল্লি, ড. এ কে এম সাইফুল ইসলাম, ইনস্টিটিউশনাল লিড (বুয়েট), হেলিক্স ও প্রফেসর, আইডাব্লিউএফএম। স্বাগত বক্তব্য দেন আইডাব্লিউএফএমের পরিচালক ও অধ্যাপক ড. মাসফিকুস সালেহীন। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য