kalerkantho


আদালতের নির্দেশ

ঠাকুরগাঁওয়ে ১১ মাস পর তোলা হলো লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০আদালতের নির্দেশে ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের অটোচালক আল মামুনের (৪০) লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। তাঁকে হত্যার ১১ মাস পর গতকাল মঙ্গলবার দুপুরে নিশ্চিন্তপুর কবরস্থান থেকে লাশটি তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আল মামুনের ভাই সাদেকুল ইসলাম মামলার ময়নাতদন্ত প্রতিবেদনের নারাজি দিলে গত ২১ আগস্ট ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম মামুনের মরদেহ পুনরায় ময়নাতদন্তের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুরের ইয়াসিন আলীর ছেলে আল মামুন ও সাদেকুল ইসলামের জমি প্রতিবেশী আব্দুল মজিদ ও তাঁর ভাইয়েরা দখলের উদ্দেশ্যে গত ২৪ অক্টোবর রাতে জমিটিতে গাছের চারা রোপণ করেন। পরদিন সকালে মামুন এর প্রতিবাদ করলে তাঁকে এজাহার আসামিরা বেধড়ক মারধর করেন।


মন্তব্য