kalerkantho

কর্মশালা

পবিপ্রবি প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির উদ্যোগে ‘শেয়ারিং দ্য সার্ভে ইন সিএসই প্রগ্রাম উইথইন দ্য ফ্যাকাল্টি মেম্বার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আই কিউ এসি সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ। ড. সৈয়দ মোহাম্মদ গালিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আই কিউ এসির পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।

 


মন্তব্য