রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামে গতকাল সোমবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে মো. আব্দুর রাজ্জাক মিয়া (৬৩) নামের প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করা হয়েছে। আব্দুর রাজ্জাক মিয়া স্থানীয় পাটকিয়াবাড়ী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি থাকা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়া জানান, জমি-জমা নিয়ে বিরোধের জেরে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পাটকিয়াবাড়ী গ্রামের হারান শেখের ছেলে কালাম শেখ, তাঁর স্ত্রী সেলিনা বেগম, আ. রব শেখের ছেলে পিকুল শেখ ও তাঁর স্ত্রী আছমা বেগম মিলে এলোপাতাড়িভাবে মারধর করাসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের