<p> নতুন একটি ছবির কাজ শুরু করলেন আঁচল। ছবির নাম 'বোঝে না সে বোঝে না'। নির্মাণ করবেন মনতাজুর রহমান আকবর। আঁচল মনে করছেন, ছবিটি তাঁর ক্যারিয়ারের একটা মাইলফলক হতে পারে। আর ছবির গল্প তরুণ দর্শকদের মন ছুঁয়ে যাবে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন নবাগত আকাশ। আরো অভিনয় করবেন অমিত হাসান, কথা, মিজু আহমেদসহ অনেকে। নয়ন আপন প্রডাকশন প্রযোজিত এই ছবি নিয়ে আঁচল বলেন, 'গল্পটি রোমান্টিক। বিশেষ করে শেষের দিকে দর্শকদের কৌতূহলী করে তুলবে।'</p> <p> ২০ মার্চ গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক মহরত ঘোষণা করেন পরিচালক আকবর।</p> <p>  </p> <p>  </p>