বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হলেন ভারতের সোহম এবং বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ছবিটি প্রযোজনা করছে ভারতের দাগ ক্রিয়েটিভ মিডিয়া এবং বাংলাদেশে আনন্দ দিন ফিল্মস। ছবির নাম এখনো চূড়ান্ত না হলেও গতকাল বিকেলে কলকাতায় চুক্তিপত্রে স্বাক্ষর করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কর্ণধার রানা সরকার এবং আনন্দ দিন ফিল্মের বাশারুল ইসলাম মুন্না।
যৌথ প্রযোজনার ছবিতে সোহম ও মিম
রংবেরং প্রতিবেদক

ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ্র। তাঁর পরিচালিত সাম্প্রতিক ছবিগুলোর তালিকায় আছে দেব ও কোয়েল অভিনীত 'রংবাজ', জিত অভিনীত 'বচ্চন' ইত্যাদি।
এ প্রসঙ্গে কলকাতা থেকে টেলিফোনে মিম বলেন, 'এর আগে একটি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার কথা হলেও সেটা আর করা হচ্ছে না। ফলে এটিই হতে যাচ্ছে আমার অভিনীত প্রথম যৌথ প্রযোজনার ছবি। এ ছবিতে সোহমের মতো জনপ্রিয় অভিনেতা আর রাজা চন্দ্রের মতো তুখোড় নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছি। স্বাভাবিক কারণেই আমি ভীষণ খুশি।
সোহম বলেন, 'দুই বাংলার ছবিতে কাজ করতে যাচ্ছি। আশা করছি, সবার ভালো লাগার মতো একটা ছবি উপহার দিতে পারব।'
সম্পর্কিত খবর

দ্বিতীয়বারও সফল অপূর্ব-নীহা
রংবেরং প্রতিবেদক

ভালোবাসা দিবসে প্রথমবার জুটি বাঁধেন অপূর্ব ও নাজনীন নীহা। জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারি’ নাটকটি ইউটিউবে ১ নম্বর ট্রেন্ডিংয়ে ছিল সে সময়। এরই মধ্যে দুই কোটি ৩০ লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি। ফের জাকারিয়া সৌখিনের হাত ধরে এক হলেন অপূর্ব ও নীহা।

অন্তর্জাল
আ রিয়েল পেইন

জেসি আইজেনবার্গের ‘আ রিয়েল পেইন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের ১ নভেম্বর। প্রশংসা ও সাফল্য উভয়ই পেয়েছিল জুটেছিল বিভিন্ন পুরস্কার। ৩ এপ্রিল এটি এসেছে জিও হটস্টারে। দুই কাজিন ডেভিড ও বেঞ্জির মধ্যে বনিবনা হয় না।

চলচ্চিত্র
স্নেহ

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

টিভি হাইলাইটস

ছাত্রাবাঁশ
এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’। প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচারিত হয়। রচনায় মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন প্রত্যয় হিরণ, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ প্রমুখ।
ডিসকভারিং দ্য ওয়ার্ল্ড’স টেবিল
বিবিসি নিউজে দুপুর ১২টা ৫৫ মিনিটে রয়েছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ডিসকভারিং দ্য ওয়ার্ল্ড’স টেবিল’। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ঐতিহাসিক সব খাবারের পেছনের গল্প তুলে ধরা হয় এতে। সঙ্গে থাকে স্থানীয়দের কাছ থেকে সেই রান্নার রেসিপি।