২০১৩ সালের ২৯ ডিসেম্বর পুত্রসন্তানের মা হন শাবনূর। এরও ছয় মাস আগে থেকে ক্যামেরা থেকে নিজেকে আড়াল রাখেন তিনি। গত বছরের ১ অক্টোবর সন্তান আইজানকে নিয়ে দেশে ফেরেন এই অভিনেত্রী। এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে যাতায়াত বন্ধ করে দেন।
আবার শাবনূর
রংবেরং প্রতিবেদক


দ্বিতীয়বারও সফল অপূর্ব-নীহা
রংবেরং প্রতিবেদক

ভালোবাসা দিবসে প্রথমবার জুটি বাঁধেন অপূর্ব ও নাজনীন নীহা। জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারি’ নাটকটি ইউটিউবে ১ নম্বর ট্রেন্ডিংয়ে ছিল সে সময়। এরই মধ্যে দুই কোটি ৩০ লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি। ফের জাকারিয়া সৌখিনের হাত ধরে এক হলেন অপূর্ব ও নীহা।

অন্তর্জাল
আ রিয়েল পেইন

জেসি আইজেনবার্গের ‘আ রিয়েল পেইন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের ১ নভেম্বর। প্রশংসা ও সাফল্য উভয়ই পেয়েছিল জুটেছিল বিভিন্ন পুরস্কার। ৩ এপ্রিল এটি এসেছে জিও হটস্টারে। দুই কাজিন ডেভিড ও বেঞ্জির মধ্যে বনিবনা হয় না।

চলচ্চিত্র
স্নেহ

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

টিভি হাইলাইটস

ছাত্রাবাঁশ
এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’। প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচারিত হয়। রচনায় মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন প্রত্যয় হিরণ, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ প্রমুখ।
ডিসকভারিং দ্য ওয়ার্ল্ড’স টেবিল
বিবিসি নিউজে দুপুর ১২টা ৫৫ মিনিটে রয়েছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ডিসকভারিং দ্য ওয়ার্ল্ড’স টেবিল’। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ঐতিহাসিক সব খাবারের পেছনের গল্প তুলে ধরা হয় এতে। সঙ্গে থাকে স্থানীয়দের কাছ থেকে সেই রান্নার রেসিপি।