দুই বছর ধরে আটকে আছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনওতো প্রেম হয়’। ছবির প্রধান চরিত্রে শাবনূর। ছবিটির কাজ শেষ হওয়ার আগেই শাবনূরকে নিয়ে নতুন ছবি শুরু করতে যাচ্ছেন মানিক। ছবির নাম ‘ভালোবাসবোই তো’।
নতুন ছবিতে শাবনূর
রংবেরং প্রতিবেদক

সম্পর্কিত খবর

৮ বছর পর আসছে চিরকুটের অ্যালবাম
রংবেরং প্রতিবেদক

দীর্ঘ আট বছর পর দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট প্রকাশ করতে যাচ্ছে চতুর্থ অ্যালবাম। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে সব গান। এবারের অ্যালবামে থাকবে ১০টি গান। লিখেছেন দলটির প্রধান ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি।

অন্তর্জাল
ব্যাড ইনফ্লুয়েন্স

বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কিফ ডেভিডসনের সিরিজ ‘ব্যাড ইনফ্লুয়েন্স : দ্য ডার্ক সাইড অব কিডফ্লুয়েন্সিং’। ডকুসিরিজটি নির্মিত হয়েছে বর্তমান সময়ের শিশু ইনফ্লুয়েন্সারদের নিয়ে। অন্তর্জালে জনপ্রিয় মুখ পাইপার রকেল এবং তার মাকে ঘিরে কিছু অভিযোগ নিয়ে সিরিজের বিষয়বস্তু। অভিনয়ে আছেন সয়ার শারবিনো, করিন জয়, সোফি ফার্গি প্রমুখ।

চলচ্চিত্র
নিয়তি

অভিনয়ে আরিফিন শুভ, ফাল্গুনি রহমান জলি, মৌসুমী সাহা। পরিচালক জাকির হোসেন রাজু। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : শুভ্র গ্রুপ অব কম্পানির উত্তরাধিকারী শুভ্র চৌধুরীর গাড়ির কাচ ভেঙে পালিয়ে যেতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শহরের এক কৃপণ ব্যবসায়ীর মেয়ে মিলা।

টিভি হাইলাইটস

বোকা পরিবার
আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘বোকা পরিবার’। প্রতি শুক্রবার, শনিবার ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা ফজলুল সেলিম, পরিচালক সৈয়দ শাকিল। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাজু খাদেম প্রমুখ।
দ্য স্ট্রিম
আলজাজিরায় সকাল ১০টা ৩০ মিনিটে রয়েছে পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘দ্য স্ট্রিম’। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসন হত্যার শিকার হন। এ ঘটনার সূত্র ধরে দেশটির স্বাস্থ্যসেবার নেপথ্যের কিছু বিষয় তুলে ধরা হয়েছে আজকের পর্বে।