ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

পাল্টে গেল ছবির গল্প, যুক্ত হলেন বিপাশা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
পাল্টে গেল ছবির গল্প, যুক্ত হলেন বিপাশা

রুবেল আনুষের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে অভিনয় করেছেন সিমলা। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সবাই যখন জানে ছবির শুটিং শেষ ঠিক তখনই পরিচালক জানালেন নতুন খবর। পাল্টে গেল ছবির গল্প।

নামও ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ থেকে এখন ‘প্রেম কাহন’ করা হয়েছে। শুধু তাই নয়, নতুন করে চরিত্র তৈরি করে সেই চরিত্রে নেওয়া হয়েছে বিপাশা কবিরকে। রুবেল বলেন, ‘ছবিটি দেখার পর মনে হয়েছে কিছুটা রদবদল দরকার। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।
বেশির ভাগ ছবিতে বিপাশাকে আইটেম কন্যা হিসেবে দেখা গেলেও এই ছবিতে তাঁর চরিত্রে ভিন্নতা রয়েছে।’

নতুন করে ছবিতে চুক্তিবদ্ধ হওয়া সম্পর্কে বিপাশা বলেন, ‘আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ বলেই কাজটি করতে রাজি হয়েছি। এখানে আমি প্রেমিকা বা আইটেম কন্যা নই। অন্য এক বিপাশা হয়ে হাজির হব।

’ এদিকে নতুন করে বিপাশার অন্তর্ভুক্তি সিমলার চরিত্রকে ছোট করে দেবে কি না জানতে চাইলে সিমলা বলেন, ‘ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছি আমি আর মামুন। আমাদের চরিত্রের গুরুত্ব কমালে পরিচালকের ভুল হবে। আশা করছি, তিনি এমন কিছু করবেন না।’ উল্লেখ্য, বেশ আগেই পরিচালক সিমলার অংশের শুটিং শেষ করেছেন। বিপাশার অংশের শুটিং হবে এই মাসের শেষ সপ্তাহে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ফের ক্যান্সারে আক্রান্ত আয়ুষ্মানপত্মী তাহিরা

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
ফের ক্যান্সারে আক্রান্ত আয়ুষ্মানপত্মী তাহিরা

২০১৮ সালে প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী ও নির্মাতা তাহিরা কাশ্যপ। বেশ কয়েক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। পরে সুস্থ হয়ে ওঠেন। সব ঠিকঠাক চলছিল।

ছবি পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত সময় পারও করছিলেন তিনি। এরই মধ্যে নতুন করে জানা গেল আবারও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাহিরা। গতকাল ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করে এই কথা জানিয়েছেন, আমার জন্য দ্বিতীয় রাউন্ড, এখনো আমার মধ্যে ক্যান্সার আছে।

 

 

মন্তব্য
চলচ্চিত্রে সরকারি অনুদান

আবেদনের সময় বাড়ল ১৫ দিন

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
আবেদনের সময় বাড়ল ১৫ দিন

২০২৪-২৫ অর্থবছরের সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমাদানের সময় ২২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর আগে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ৭ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। ৬ এপ্রিল মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো হয়।

 

 

মন্তব্য

ভারত পেল প্রথম বাঙালি আইডল

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
ভারত পেল প্রথম বাঙালি আইডল
ইন্ডিয়ান আইডলের ট্রফি হাতে মানসী ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের নিমতায় জন্ম ও বেড়ে ওঠা। এখন তিনি ইন্ডিয়ান আইডল। রবিবার রাতে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল-এর ১৫তম সিজনের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছেন বাঙালি তরুণী মানসী ঘোষ। ট্রফির সঙ্গে জিতেছেন ২৫ লাখ রুপি ও নতুন গাড়ি।

ইন্ডিয়ান আইডল-এর আগের সব পর্বেই ছিলেন বাঙালি প্রতিযোগী, তবে এই প্রথম কোনো বাঙালি গায়িকা পেলেন আইডলের খেতাব। মানসীর উচ্ছ্বাসও তাই বাঁধভাঙা। তিনি বলেন, আমার পরিবারের সবাই ফাইনালের জন্য এসেছিল। সবাই কাঁদছিল, আনন্দ করছিল।
কিন্তু জয়ের পরে আমার প্রথম প্রতিক্রিয়া কী হওয়া উচিত, সেটা বুঝতে পারছিলাম না। আমরা সবাই খুব খুশি। জীবন একেবারে বদলে গেছে।

এরই মধ্যে মানসীর কাছে এসেছে বেশ কিছু প্লেব্যাকের প্রস্তাব।

একটি গানের রেকর্ডিংও সেরেছেন জনপ্রিয় গায়ক শানের সঙ্গে। এ ছাড়া র‌্যাপার বাদশাহও জানিয়েছেন, মানসীর সঙ্গে একটি গান করবেন।

এবারের আয়োজনে প্রথম রানার আপ হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী। তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর। প্রতিযোগিতার মূল বিচারক ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশাহ।

সঞ্চালনায় ছিলেন আদিত্য নারায়ণ।

উল্লেখ্য, মা-বাবার ইচ্ছায় গান শেখা শুরু মানসীর। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন। পেশাদার শিল্পী হয়ে ওঠেন মাত্র ১৬ বছর বয়সে। ২০২১ সালে তিনি সংগীতবিষয়ক রিয়েলিটি শো সুপার সিঙ্গারে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন মানসী।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

পেছাল স্বাধীনতা কনসার্ট

শেয়ার
পেছাল স্বাধীনতা কনসার্ট

১১ এপ্রিল দেশের চার বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা স্বাধীনতা কনসার্ট। এ নিয়ে সার্বিক প্রস্তুতিও সম্পন্ন। তবে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজনটি একদিন পেছানো হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি জানিয়েছেন কনসার্টের আয়োজক সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন-এর সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

একদিন পিছিয়ে ১২ এপ্রিল যথাসময়ে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, খুলনার জেলা স্টেডিয়াম ও বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে একযোগে হবে এ কনসার্ট।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ