kalerkantho


সালমানের জন্য অশ্রু

রংবেরং প্রতিবেদক   

১৩ আগস্ট, ২০১৭ ০০:০০সালমানের জন্য অশ্রু

প্রিয় নায়ক সালমান শাহর প্রতি সম্মান জানাতে প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন আরিফিন শুভ। ‘ও আমার বন্ধু গো’ শিরোনামের অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহকে নিয়ে তথ্যচিত্র, ছবি এবং তাঁর নতুন কিছু খবর নিয়ে। অনুষ্ঠানটি সঞ্চালনার একফাঁকে গলা ধরে আসে শুভর। ঝরঝর করে কাঁদতে থাকেন তিনি। কান্না থামিয়ে বলে ওঠেন, ‘ডিয়ার সালমান শাহ, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো...।’

শুভ বলেন, ‘যাঁরা সালমান শাহকে চিনতেন, তাঁর সঙ্গে কাজ করেছিলেন, তাদের আমি অন্য চোখে দেখি। যখন এফডিসিতে প্রথম কাজ করতে যাই, তিন নম্বর ফ্লোরের প্রতিটি দেয়াল ছুঁয়ে দেখছিলাম। বারবার মনে হচ্ছিল, এখানে সালমান শাহ শুটিং করেছেন। সালমান শাহ অভিনীত গান কিংবা তাঁর কোনো ভিডিও সামনে পেলে এখনো মুগ্ধ হয়ে দেখি। তিনি শুধু আমার আইডল নন, আত্মার খুব কাছের একজন।’

অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান। প্রযোজনায় এস এম হুমায়ূন কবীর। প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।


মন্তব্য