kalerkantho


কলকাতার নতুন ছবিতে জয়া

রংবেরং প্রতিবেদক   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০কলকাতার নতুন ছবিতে জয়া

কলকাতার আরো একটি নতুন ছবিতে জয়া আহসান। নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিটির পরিচালক অর্ণব পাল। আগে টিভিতে দীর্ঘ ধারাবাহিক তৈরি করলেও এটি পরিচালক অর্ণবের প্রথম ছবি। ছবিতে জয়া ছাড়াও অন্য প্রধান চরিত্র চিরঞ্জিত চক্রবর্তী। এ ছাড়া আছেন রাজেশ শর্মা। গল্পে ছবির নায়িকা বৃষ্টি মানসিক রোগী। চিকিৎসকের পরামর্শে বাইরে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে, যা নিয়ে পুলিশ-আদালত পর্যন্ত জল গড়ায়। বৃষ্টি চরিত্র করেছেন জয়া। তাঁরই চিকিৎসক চিরঞ্জিত। বিহারি পুলিশের চরিত্র করেছেন সাম্প্রতিক সময়ে টালিগঞ্জ আর বলিউডের ছবিতে সমান তালে কাজ করা রাজেশ শর্মা। ছবিতে একটি ভোজপুরি আইটেম গানও থাকবে। আগে কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কাজ করেছেন জয়া। সেখানে নতুন পরিচালকের প্রথম ছবি করতে রাজি হলেন কেন? কলকাতার একটি দৈনিককে অভিনেত্রী বলেন, ‘গল্পটা বেশ ভালো লেগেছিল। আর আমার চরিত্রে ডার্ক শেডও আছে।’ জয়ার মতো অভিনেত্রীকে ছবিতে পেয়ে উচ্ছ্বসিত পরিচালক অর্ণবও, ‘গল্প-চিত্রনাট্য যদি হয় শতকরা সত্তর ভাগ, জয়া তাঁর অতুলনীয় অভিব্যক্তি দিয়ে সেটা পুরো এক শ ভাগ করে দিয়েছেন।’

ছবির শুটিং এর মধ্যেই শুরু হয়ে গেছে। তবে মুক্তির তারিখ একনো ঠিক হয়নি।


মন্তব্য