সকালে একঝাপটা বৃষ্টি। দুপুরে এই মেঘ, এই রোদ্দুর। এই রকম একটি মুহূর্তে শ্যামলীতে এসে পৌঁছেন কাজী শুভ। সেখানে বসেই তাঁর সঙ্গে আলাপচারিতা।
সাদামাটা কাজী শুভ
'সাদামাটা' ও 'সাদামাটা ২'-এর পর এবার ঈদে কাজী শুভ নিয়ে আসছেন 'সাদামাটা ৩'। নতুন অ্যালবাম ও অন্যান্য প্রসঙ্গে তাঁকে নিয়ে লিখেছেন জামিল আশরাফ নয়ন। ছবি তুলেছেন সুমন ইসলাম আকাশ

একসময় অন্যের সুরে গাইতেন। ধীরে ধীরে নিজের এবং অন্য শিল্পীদের গানে সুর দেওয়া শুরু করেন। এ বছরের শুরুর দিকে ঘোষণা দেন, নিজে সংগীত পরিচালনার কাজ করবেন। সম্প্রতি বাসায় একটি পূর্ণাঙ্গ রেকর্ডিং স্টুডিও দিয়েছেন।
কাজী শুভর নতুন এই অ্যালবামের নাম 'সাদামাটা ৩'। অ্যালবামটিতে গান থাকবে ৯টি। দুটি গানের সংগীতায়োজন করেছেন আরফিন রুমি, আর সাতটির রাফি।
রাধারমণ, শাহ আবদুল করিম, জালাল উদ্দীন খাঁ, রশিদ উদ্দিন, আবদুস সালাম প্রমুখের গানের ভক্ত কাজী শুভ। তাই প্রতিটি অ্যালবামেই তাঁদের কারো না কারো গান রাখার চেষ্টা করেন।
শুভর প্রথম একক 'সাদামাটা' বের হয় ২০০৯ সালে। তিন বছর বিরতির পর বের হয় 'সাদামাটা ২'। দুটি অ্যালবামেরই সংগীতায়োজন করেন আরফিন রুমি। অ্যালবাম দুটির 'সোনাবউ', 'অঝোর শ্রাবণ', 'তুমি বিনে আকুল পরান', 'যাহার লাগি হই বিবাগী', 'রসিক আমার', 'তোমারে না দেখলে', 'বন্ধু বিনে প্রাণ বাঁচে না' গানগুলো শ্রোতাপ্রিয় হয়।
গত বছর থেকে সুরকার হিসেবে নিয়মিত কাজ করছেন শুভ। গত ভালোবাসা দিবসে তাঁর সুরে প্রকাশিত হয় প্রথম মিক্সড অ্যালবাম 'মনের আকাশ'। অ্যালবামটি শ্রোতাপ্রিয়তা পায়। নিজের পাশাপাশি আরো কয়েকজন শিল্পীর একক ও মিক্সড অ্যালবামের জন্য সুর করেন তিনি। কণ্ঠও দিয়েছেন কয়েকটি মিক্সড অ্যালবামে। মিক্সড অ্যালবামে তাঁর জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য 'মন পাঁজরে', 'এত কাছে', 'সারাটি জনম'।
শিগগিরই নিজের নামে একটি ওয়েবসাইট খুলতে যাচ্ছেন শুভ। সেখানে তাঁর পুরনো ও নতুন গানগুলো থাকবে। শ্রোতারা চাইলেই গান ফ্রি ডাইনলোড করতে পারবেন। কণ্ঠ ও সুরে এগিয়ে চলার পেছনে স্ত্রী আদিবা লাবিবের অনুপ্রেরণার কথা স্বীকার করেন শুভ। ১৮ সেপ্টেম্বর তাঁদের একমাত্র কন্যা পূর্ণতার দুই বছর পূর্ণ হলো। মেয়ে নাকি বাবার গানগুলোর এক-দুই লাইন আধো আধো করে গাইতে পারে! এটা নিয়ে আনন্দের সীমা নেই বাবা শুভর। একসময় ব্যান্ড 'দূরবীন'-এর ভোকাল হিসেবে কাজ করতেন। ব্যান্ডটিকে এখনো খুব মিস করেন। কথায় কথায় আড্ডা গড়ায় বিকেল পর্যন্ত। আলোকচিত্রীর ক্যামেরায় ফ্রেমবন্দি হওয়ার সময় একদল ভক্ত এসে ভিড় করেন কাজী শুভর সামনে। ভক্তদের অটোগ্রাফের অনুরোধ রেখে কাজী শুভ সোজা চললেন সিডি চয়েসের অফিসের দিকে। 'সাদামাটা ৩'-এর মাস্টার কপি জমা দিতে হবে। চলতি সপ্তাহেই বাজারে আসছে অ্যালবামটি।
সম্পর্কিত খবর

স্টার অব দ্য উইক : জিয়াউল ফারুক অপূর্ব

তুমুল জনপ্রিয় এক চলচ্চিত্র তারকার হত্যাকাণ্ড নিয়ে ওয়েব সিরিজ। ভক্ত অপূর্ব নামছেন হত্যা রহস্য উদঘাটনে। সেই তারকা যে প্রয়াত সালমান শাহ, সেটা অবশ্য কোথাও উল্লেখ নেই। তবু ভক্তরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন।

শুভ জন্মদিন

এ সপ্তাহে যাঁদের জন্মদিন
(২৬ জানুয়ারি—১ ফেব্রুয়ারি)
সারিকা সাবরিন, দেবাশীষ বিশ্বাস, সাবিনা বারী লাকী (২৭ জানুয়ারি)
কোনাল, কল্যাণ কোরাইয়া, নিঝুম রুবিনা, শাওন জামান (২৮ জানুয়ারি)
খন্দকার বাপ্পী (৩০ জানুয়ারি)
কৃষ্ণকলি ইসলাম, কামরুজ্জামান কামু
(৩১ জানুয়ারি)
অনন্ত হীরা, সায়রা রেজা (১ ফেব্রুয়ারি)
।
ভারত ভুগছে ‘পাঠান’ জ্বরে
- শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেয়েছে গতকাল। ছবিটি ঘিরে ভারতজুড়ে চলছে উত্তেজনা। সেই উত্তেজনার কিছুটা জানাচ্ছেন শারমিন নুশি

৯ হাজার পর্দায় ‘পাঠান’
সারা দুনিয়ার ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যে ভারতে চলছে সাড়ে পাঁচ হাজার হলে। হিন্দি ভাষায় পাঁচ হাজার এবং তামিল ও তেলুগুতে চলছে ৪৫০ প্রেক্ষাগৃহে।
প্রথম সপ্তাহেই ৩০০ কোটি?
আজ ভারতের প্রজাতন্ত্র দিবস।
প্রতিক্রিয়া ও ফাঁস
ভারতের বিভিন্ন শহরে শাহরুখ ভক্তরা মিছিল নিয়ে রীতিমতো ভিড় করেছে প্রেক্ষাগৃহে। বাংলাদেশ থেকেও কয়েকজন ভক্ত কলকাতায় গিয়ে প্রথম দিনের প্রথম শো দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ও ছবি শেয়ার করেছেন তাঁরা।
‘বয়কট’ তুলে নিল বিশ্ব হিন্দু পরিষদ
‘আমাদের আপত্তিতে সিনেমাটিতে যে যে পরিবর্তন করা হয়েছে, তা একদম সঠিক। যদি আবার কিছু সমস্যা পাই, তাহলে আপত্তি করব।’ এই মন্তব্য করে বিশ্ব হিন্দু পরিষদের তরফে তুলে নেওয়া হলো ‘বয়কট’।
আলিয়ার শুভেচ্ছা
কোনো ছবি নিয়ে নাকি এর আগে এত উত্তেজিত হননি আলিয়া ভাট, দাবি করেছেন খোদ ‘হাইওয়ে’ অভিনেত্রী। ‘পাঠান’-এর জন্য শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন অভিনেত্রী।

সাবরিনা এখন জাহান
- গত বছর হইচইতে হয়েছিলেন ‘সাবরিনা’, আজ চরকিতে মুক্তি পাবে আতিক জামানের ওয়েব ছবি ‘জাহান’। এই ছবির নাম ভূমিকায়ও আছেন নাজিয়া হক অর্ষা। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান

জাহান শান্ত স্বভাবের মেয়ে। স্বামী শিহাবকে নিয়ে তার সংসার। পোস্ট ট্রমাটিক ডিস-অর্ডারের কারণে প্রায়ই কল্পনা আর বাস্তব গুলিয়ে ফেলে। একদিন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে জাহান।
গত বছর মার্চে আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’র নাম ভূমিকায় মেহজাবীন ও অর্ষা বেশ আলোচিত হয়েছিলেন। মুক্তির পর হঠাৎ ডুব দিয়েছিলেন অর্ষা। ডুবেছিলেন আতিক জামানের ‘জাহান’-এ।
অর্ষা বলেন, ‘চরিত্রটার জন্য ওজন বাড়িয়েছি। যতগুলো সাইকোলজিক্যাল ডিস-অর্ডার আছে, এগুলোর অসুস্থতায় বিভিন্ন ধরনের লেয়ার থাকে। জাহান আসলে কোন জনরার পেশেন্ট।
তবে এই ‘চ্যালেঞ্জিং’ ছবিটি ঘিরে অর্ষার কোনো প্রত্যাশা নেই, আছে শুধু আবদার। অর্ষা যা বললেন, ‘কাজটি করতে আমার বেশ কষ্ট হয়েছে। জাহান চরিত্রটির ইনার সাইট ডার্ক, আবার কিছুটা ইনোসেন্ট। জাহান অনেক কিছু ইনোসেন্সের জায়গা থেকে করে বসে, তবে সচেতন অবস্থায় তা ব্যালান্স করতে পারে না। ছবিটি নিয়ে দর্শকের কাছে তেমন প্রত্যাশা নেই আমার, গল্প সহজে সবাই বুঝবে কি না সেটাও একটা ব্যাপার। যে ওয়েতে গল্পটা উপস্থাপন করা হয়েছে সেটা ডিফারেন্ট। আমি চাই সবাই যেন কনটেন্টটা দেখে তারপর প্রতিক্রিয়া জানায়।’
‘জাহান’-এ অর্ষার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এর আগে ‘সাহস’ ছবিতেও স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দুজন। এবার কাজ করে কেমন লাগল?
অর্ষা বলেন, ‘পেশাদারির জায়গায় সহকর্মীদের আমরা সব সময় কমফোর্ট জোনে রাখার চেষ্টা করি। চ্যালেঞ্জিং ক্যারেক্টার এলে সেটাকে কিভাবে পোট্রে করব সেটা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে হয়। উনি সেই সময়টা দেওয়ার চেষ্টা করেন। উনি তো মেথড অ্যাক্টিংয়ের প্র্যাকটিস করেন। সব সময় চরিত্রের মধ্যে থাকার চেষ্টা করেন। আমিও চেষ্টা করি শুটিংয়ের সময় চরিত্রের মধ্যে থাকতে। এমন ভালো বন্ডিং আছে বলেই আমরা উত্তর মেরু, দক্ষিণ মেরু দুই ধরনের দুই কাজ করতে পারলাম।’
জাহান-এর শুটিংয়ের পর অভিনয় থেকে কিছুটা ‘বিরতি’ নিয়েছিলেন অর্ষা। কারণ বললেন, ‘আমার বিশ্রাম নিতে হয়েছে। শুটিং করার পর ভয়ংকর মানসিক প্রেসার তৈরি হয়েছিল। এত ডার্ক শেড চরিত্রটাতে, সেটার সঙ্গে আমার ব্যক্তিগত অবস্থাও কখনো ম্যাচ হয়, কখনো হয় না। বিরতি নিয়ে চরিত্রটা থেকে বের হতে হয়েছে আমাকে।’
‘জাহান’-এর পর করেছেন দুটি কাজ। একটি পঙ্কজ চৌধুরীর ‘বনফুল’। আগামীকাল মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এখন অর্ষা ব্যস্ত রয়েছেন আবু হায়াত মাহমুদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লের সিরিজ ‘হৃদমাঝারে’ নিয়ে।