ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

মেঘনাদবধ রহস্য

notdefined
notdefined
শেয়ার
মেঘনাদবধ রহস্য

‘ভূতের ভবিষ্যৎ’ দিয়ে এসেই বাজিমাত করেছিলেন। সবার প্রশংসার সঙ্গে দুর্দান্ত ব্যবসাও করেছিল সেটি। পরের ‘আশ্চর্য প্রদীপ’-এ মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগেনি। ‘মেঘনাদবধ রহস্য’ নিয়ে তিন বছর পর ফিরছেন অনীক দত্ত।

পরিচালকের নতুন ছবি নিয়ে লিখেছেন লতিফুল হক

কমেডির মধ্যেই ছিলেন অনীক দত্ত। ‘ভূতের ভবিষ্যৎ’ আর ‘আশ্চর্য প্রদীপ’ যাঁরা দেখেছেন তাঁরা জানেন। সেখান থেকে একেবারেই ৩৬০ ডিগ্রি ঘুরে ‘মেঘনাদবধ রহস্য’। হাল আমলে কলকাতায় গোয়েন্দা ছবির রমরমা।

অনীক দত্তও কি সে পথেই পা বাড়ালেন? ‘এ গল্প প্রাইভেট ডিটেকটিভের নয়, চলতি গোয়েন্দা গল্পের মতোও নয়। আবার মেঘনাদ বলে কোনো লোকের খুন নিয়েও নয়। তবে রহস্য একটা আছে,’ উত্তর পরিচালকের। তবে কি ‘মেঘনাদবধ কাব্য’ নিয়ে কিছু? পচািলক বলছেন, ‘কাব্যের কিছুটা ভূমিকা রয়েছে, কিছু রেফারেন্স রয়েছে।
কিন্তু ওটা নিয়েই গল্প নয়।’ গল্প যা নিয়েই হোক, সেটা যে দুর্দান্ত কিছু একটা তা নিশ্চিত করছেন ছবির অন্যতম প্রধান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, ‘নাম শুনে ভেবেছিলাম কোনো পৌরাণিক কাহিনি বা মেঘনাদ সাহাকে নিয়ে কিছু হবে। কিন্তু চিত্রনাট্য শোনার পর মাথা ঘুরে গিয়েছিল। দুর্দান্ত স্ক্রিপ্ট!’

যতই রহস্য রহস্য করা হোক, পরিচালক যখন অনীক দত্ত তখন ছবিতে তো হিউমার থাকবেই। পরিচালকের কথায় ‘হালকা হিউমার’ আছে।

রহস্য গল্পের প্লট বলতে মানা থাকলেও মোটাদাগে ‘মেঘনাদবধ রহস্য’র গল্পটা এমন—পরিচালক কুনাল সেনের প্রথম ছবিতে জাতীয় পুরস্কার পান ছবির অভিনেত্রী। সেই সূত্রে অভিনেত্রী-পরিচালকের পরিচয়। এর মধ্যেই অভিনেত্রীর স্বামী অদ্ভুতভাবে নিখোঁজ হন। যার সঙ্গে জড়িয়ে যায় পরিচালকের নামও। ছবিতে অভিনেত্রীর স্বামী অসিমাভ বোস করেছেন সব্যসাচী। বাকি গুরুত্বপূর্ণ দুই চরিত্র করেছেন আবির চ্যাটার্জি [পরিচালক] ও গার্গী রায়চৌধুরী [অভিনেত্রী]। ইদানীং গোয়েন্দা হিসেবে [ফেলুদা ও ব্যোমকেশ] নাম কামালেও আবির এখানে গোয়েন্দা নন, পরিচালক। ‘এখানে আমি গোয়েন্দা তো নয়ই, বরং বলা যায় সন্দেহভাজনদের একজন। ছবিতে সামাজিক অনেক সমস্যা আছে, নানা ধরনের চরিত্র আছে। রহস্য ছবি হয়েও এটা অনেকখানি সামাজিক ছবি। বলা যায়, আগাথা ক্রিস্টির গল্পের মতো,’ বললেন আবির।

গার্গী প্রথমবার কাজ করলেন অনীক দত্তর সঙ্গে। সব মিলিয়ে উত্তেজিত অভিনেত্রী, ‘অনীক দত্তর মধ্যে একটা ছেলেমানুষ বাস করে। সেই ছেলেমানুষটা খুব চিৎকার করে, যেটা বাইরে থেকে বাড়াবাড়ি মনে হয়। কিন্তু দিনের শেষে মনে হয়, আমি ওই রকম একজন পারফেকশনিস্ট পরিচালকের সঙ্গে কমই কাজ করেছি।’

‘মেঘনাধবদ রহস্য’তে অভিনয়ের সঙ্গে গানও গেয়েছেন প্রধান চরিত্ররা, অনেকের জন্য যা প্রথমবার সিনেমায় গাওয়া। জন্মদিনের একটি দৃশ্যে রবীন্দ্রসংগীত গেয়েছেন সব্যসাচী, গার্গী, সায়নী, বিক্রম ও কল্যাণ। পরিচালক বলছেন, ‘গার্গী তো বেশ ভালো গান করে, পেশাদারদের মতোই। সায়নীও। কল্যাণদা আর বেনাদাও [সব্যসাচী] দেখলাম ভালোই। গানের দৃশ্যের সময় দেবুদা [সংগীত পরিচালক দেবজ্যেতি মিশ্র] একটু শুধরে দিতে চেয়েছিল, আমিই বারণ করি। তাতে ন্যাচারাল ব্যাপারটা নষ্ট হতো।’

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

স্টার অব দ্য উইক : জিয়াউল ফারুক অপূর্ব

শেয়ার
স্টার অব দ্য উইক : জিয়াউল ফারুক অপূর্ব

তুমুল জনপ্রিয় এক চলচ্চিত্র তারকার হত্যাকাণ্ড নিয়ে ওয়েব সিরিজ। ভক্ত অপূর্ব নামছেন হত্যা রহস্য উদঘাটনে। সেই তারকা যে প্রয়াত সালমান শাহ, সেটা অবশ্য কোথাও উল্লেখ নেই। তবু ভক্তরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন।

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে অপূর্বর লুক নিয়ে প্রশংসা ঝরেছে সর্বমহলে। এ সিরিজ দিয়েই হইচইয়ের শিল্পী তালিকায় ঢুকল এই অভিনেতার নাম। 

মন্তব্য

শুভ জন্মদিন

শেয়ার
শুভ জন্মদিন
সোমনুর মনির কোনাল

এ সপ্তাহে যাঁদের জন্মদিন

(২৬ জানুয়ারি—১ ফেব্রুয়ারি)

সারিকা সাবরিন, দেবাশীষ বিশ্বাস, সাবিনা বারী লাকী (২৭ জানুয়ারি) 

 কোনাল, কল্যাণ কোরাইয়া, নিঝুম রুবিনা, শাওন জামান (২৮ জানুয়ারি) 

খন্দকার বাপ্পী (৩০ জানুয়ারি)

 কৃষ্ণকলি ইসলাম, কামরুজ্জামান কামু

(৩১ জানুয়ারি)

অনন্ত হীরা, সায়রা রেজা (১ ফেব্রুয়ারি)

মন্তব্য

ভারত ভুগছে ‘পাঠান’ জ্বরে

    শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেয়েছে গতকাল। ছবিটি ঘিরে ভারতজুড়ে চলছে উত্তেজনা। সেই উত্তেজনার কিছুটা জানাচ্ছেন শারমিন নুশি
শেয়ার
ভারত ভুগছে ‘পাঠান’ জ্বরে
‘পাঠান’-এ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

৯ হাজার পর্দায় ‘পাঠান’

সারা দুনিয়ার ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যে ভারতে চলছে সাড়ে পাঁচ হাজার হলে। হিন্দি ভাষায় পাঁচ হাজার এবং তামিল ও তেলুগুতে চলছে ৪৫০ প্রেক্ষাগৃহে।

 

প্রথম সপ্তাহেই ৩০০ কোটি?

আজ ভারতের প্রজাতন্ত্র দিবস।

আগের দিন কর্মব্যস্ত দিনে মুক্তি পেয়েছে ছবিটি। তাতেও বিপুল সাড়া অনুরাগীদের মধ্যে। গতকাল বিকেল পর্যন্ত বক্স অফিসের তথ্য পর্যালোচনা করে বলিউড বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম দিনেই ৫৬ কোটি রুপির ব্যবসা করে ফেলতে পারে এই ছবি। এমনকি প্রথম সপ্তাহেই আয় করে নেবে ৩০০ কোটির মাইলফলক! অগ্রিম টিকিট বিক্রিতে ‘পাঠান’ পেছনে ফেলেছে ‘কেজিএফ ২’কে।
সামনে আরো অনেক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ছবিটি।

 

প্রতিক্রিয়া ও ফাঁস

ভারতের বিভিন্ন শহরে শাহরুখ ভক্তরা মিছিল নিয়ে রীতিমতো ভিড় করেছে প্রেক্ষাগৃহে। বাংলাদেশ থেকেও কয়েকজন ভক্ত কলকাতায় গিয়ে প্রথম দিনের প্রথম শো দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ও ছবি শেয়ার করেছেন তাঁরা।

সমালোচকরাও ছবিটিকে প্রশংসায় ভাসিয়েছেন। শাহরুখ খান তো ভালো করেছেনই, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনের প্রশংসাও ঝরেছে তাঁদের কণ্ঠে। বলিউড হাঙ্গামার তরণ আদর্শ ছবিটি সম্পর্কে বলেছেন, ‘অ্যাকশন, আবেগ, দেশপ্রেম, হাস্যরস, উত্তেজনা মিলিয়ে পরিপূর্ণ বিনোদন।’ রেটিং দিয়েছেন ৫-এ ৪.৫। ফিল্মফেয়ার ও রেডিফ ৫-এ দিয়েছে ৪।
এ ছাড়া টাইমস অব ইন্ডিয়া, পিঙ্কভিলা, ডিএনএ, ইন্ডিয়া টুডে দিয়েছে ৫-এ ৩.৫। তবে ছবি মুক্তির ৪ ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে পড়েছে ‘পাঠান’-এর হল প্রিন্ট। তাতেও ভয়ের কিছু দেখছেন না সমালোচকরা।

 

‘বয়কট’ তুলে নিল বিশ্ব হিন্দু পরিষদ

‘আমাদের আপত্তিতে সিনেমাটিতে যে যে পরিবর্তন করা হয়েছে, তা একদম সঠিক। যদি আবার কিছু সমস্যা পাই, তাহলে আপত্তি করব।’ এই মন্তব্য করে বিশ্ব হিন্দু পরিষদের তরফে তুলে নেওয়া হলো ‘বয়কট’।

 

আলিয়ার শুভেচ্ছা

কোনো ছবি নিয়ে নাকি এর আগে এত উত্তেজিত হননি আলিয়া ভাট, দাবি করেছেন খোদ ‘হাইওয়ে’ অভিনেত্রী। ‘পাঠান’-এর জন্য শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন অভিনেত্রী।

মন্তব্য

সাবরিনা এখন জাহান

    গত বছর হইচইতে হয়েছিলেন ‘সাবরিনা’, আজ চরকিতে মুক্তি পাবে আতিক জামানের ওয়েব ছবি ‘জাহান’। এই ছবির নাম ভূমিকায়ও আছেন নাজিয়া হক অর্ষা। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান
শেয়ার
সাবরিনা এখন জাহান

জাহান শান্ত স্বভাবের মেয়ে। স্বামী শিহাবকে নিয়ে তার সংসার। পোস্ট ট্রমাটিক ডিস-অর্ডারের কারণে প্রায়ই কল্পনা আর বাস্তব গুলিয়ে ফেলে। একদিন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে জাহান।

সেটার সুরাহা কিভাবে হয়, তা নিয়েই ওয়েব ছবি ‘জাহান’।

গত বছর মার্চে আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’র নাম ভূমিকায় মেহজাবীন ও অর্ষা বেশ আলোচিত হয়েছিলেন। মুক্তির পর হঠাৎ ডুব দিয়েছিলেন অর্ষা। ডুবেছিলেন আতিক জামানের ‘জাহান’-এ।

এই ছবির শুটিংয়ের আগে প্রায় ছয় মাসের প্রস্তুতি নিয়েছিলেন অভিনেত্রী।

অর্ষা বলেন, ‘চরিত্রটার জন্য ওজন বাড়িয়েছি। যতগুলো সাইকোলজিক্যাল ডিস-অর্ডার আছে, এগুলোর অসুস্থতায় বিভিন্ন ধরনের লেয়ার থাকে। জাহান আসলে কোন জনরার পেশেন্ট।

এর কাছাকাছি যত সিনেমা বা টেক্সট আছে সেগুলো স্টাডি করার চেষ্টা করেছি। স্ক্রিপ্টের অনেক ড্রাফট হয়েছে। ফাইনালি আমরা সবাই মিলে একটা স্ক্রিপ্ট পছন্দ করেছি। মোটা দাগে যেন মনে না হয় জাহান রোগী। খুবই কন্ট্রোলড ওয়েতে চরিত্রটি করার চেষ্টা করেছি।
একজন সাইকোলজিক্যাল ডিস-অর্ডার ব্যক্তি পাগলামি করবে, উল্টাপাল্টা কথা বলবে—এটা চাইনি। তার যে অস্বাভাবিকতা, সেটা কী। সেটা জানতে হলে ছবিটা দেখতেই হবে।’

 

তবে এই ‘চ্যালেঞ্জিং’ ছবিটি ঘিরে অর্ষার কোনো প্রত্যাশা নেই, আছে শুধু আবদার। অর্ষা যা বললেন, ‘কাজটি করতে আমার বেশ কষ্ট হয়েছে। জাহান চরিত্রটির ইনার সাইট ডার্ক, আবার কিছুটা ইনোসেন্ট। জাহান অনেক কিছু ইনোসেন্সের জায়গা থেকে করে বসে, তবে সচেতন অবস্থায় তা ব্যালান্স করতে পারে না। ছবিটি নিয়ে দর্শকের কাছে তেমন প্রত্যাশা নেই আমার, গল্প সহজে সবাই বুঝবে কি না সেটাও একটা ব্যাপার। যে ওয়েতে গল্পটা উপস্থাপন করা হয়েছে সেটা ডিফারেন্ট। আমি চাই সবাই যেন কনটেন্টটা দেখে তারপর প্রতিক্রিয়া জানায়।’

‘জাহান’-এ অর্ষার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এর আগে ‘সাহস’ ছবিতেও স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দুজন। এবার কাজ করে কেমন লাগল?

অর্ষা বলেন, ‘পেশাদারির জায়গায় সহকর্মীদের আমরা সব সময় কমফোর্ট জোনে রাখার চেষ্টা করি। চ্যালেঞ্জিং ক্যারেক্টার এলে সেটাকে কিভাবে পোট্রে করব সেটা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে হয়। উনি সেই সময়টা দেওয়ার চেষ্টা করেন। উনি তো মেথড অ্যাক্টিংয়ের প্র্যাকটিস করেন। সব সময় চরিত্রের মধ্যে থাকার চেষ্টা করেন। আমিও চেষ্টা করি শুটিংয়ের সময় চরিত্রের মধ্যে থাকতে। এমন ভালো বন্ডিং আছে বলেই আমরা উত্তর মেরু, দক্ষিণ মেরু দুই ধরনের দুই কাজ করতে পারলাম।’

জাহান-এর শুটিংয়ের পর অভিনয় থেকে কিছুটা ‘বিরতি’ নিয়েছিলেন অর্ষা। কারণ বললেন, ‘আমার বিশ্রাম নিতে হয়েছে। শুটিং করার পর ভয়ংকর মানসিক প্রেসার তৈরি হয়েছিল। এত ডার্ক শেড চরিত্রটাতে, সেটার সঙ্গে আমার ব্যক্তিগত অবস্থাও কখনো ম্যাচ হয়, কখনো হয় না। বিরতি নিয়ে চরিত্রটা থেকে বের হতে হয়েছে আমাকে।’

‘জাহান’-এর পর করেছেন দুটি কাজ। একটি পঙ্কজ চৌধুরীর ‘বনফুল’। আগামীকাল মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এখন অর্ষা ব্যস্ত রয়েছেন আবু হায়াত মাহমুদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লের সিরিজ ‘হৃদমাঝারে’ নিয়ে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ