kalerkantho


ফের হারে শুরু চ্যাম্পিয়নদের

১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ফের হারে শুরু চ্যাম্পিয়নদের

আর্সেনালে অভিষেকের দ্বিতীয় মিনিটেই আলেক্সান্দ্রে লাকাজেত্তের গোল, জেমি ভার্ডি ও লিস্টার সিটিকে ২০১৫-এর চেহারায় দেখতে পাওয়া, ৭ গোলের থ্রিলারে আর্সেন ওয়েঙ্গারের দলের হার না-মানা মনোভাব আর শেষে অলিভিয়ের জিরোদের বাজিমাত—প্রিমিয়ার লিগ ২০১৭-১৮-এর প্রথম ম্যাচ এসব কিছু মিলে ছিল উত্তেজনায় ঠাসা। ৪-৩ গোলের জয়ে যেখানে শেষ হাসি আর্সেনালের। তবে ভাগ্যটা এত ভালো ছিল না চেলসির। গত মৌসুমে চ্যাম্পিয়নের মুকুট মাথায় নেমে লিস্টার হেরে গিয়েছিল প্রথম ম্যাচেই, এবারও একই ভাগ্য ব্লুদের। ৯ জনের দল হয়ে তারা ৩-২ গোলে হেরে গেছে বার্নলির কাছে। ৪,৮৬৯ দিন পর, এভারটনের জার্সিতে রুনির গোল। ম্যানইউ থেকে পুরনো ক্লাবে ফিরে প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতানো রুনি বলছেন, ‘গুডিসন পার্কে ফিরেই গোল করে দলকে জেতানোর চেয়ে ভালো কিছু হতেই পারে না!’

কাল ওয়াটফোর্ড-লিভারপুলের ম্যাচটাও যে রোমাঞ্চ নিয়ে হাজির হবে—কে জানত। ৬ গোলের সেই ম্যাচ শেষে অবশ্য বিষণ্ন চেহারায় ফিরতে হয়েছে ইয়ুর্গেন ক্লপকে। ওয়াটফোর্ড ডিফেন্ডার মিগুয়েল ব্রাইতোজের শেষ মুহূর্তের গোলে যে পয়েন্ট হারিয়ে ফিরতে হয়েছে লিভারপুর কোচকে। ম্যাচ শেষ হয়েছে ৩-৩ সমতায়। এমিরেটস স্টেডিয়ামে লাকাজেত্তের ঝলক দিয়ে ম্যাচের শুরু। এ মৌসুমেই লিওঁ ছেড়ে আসা এই ফরাসি স্ট্রাইকার মোহামেদ এলনেনির ক্রসটা এমন অনায়াস হেডে জালে পাঠান যে স্বাগতিক দর্শকরাও হতভম্ব হয়ে যায়। তবে তাঁকে নিয়ে উচ্ছ্বাসটা স্থায়ী হয়নি বেশিক্ষণ। ভার্ডির সঙ্গে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলা শিনজি ওকাজাকি ফক্সদের সমতায় ফেরান ওই গোলের মিনিট তিনেকের মধ্যেই। তেমন বলের দখল না রেখেও যে গোল করা যায়—২০১৫-১৬ মৌসুমে দেখানো সেই ফর্মুলায় এদিনও ভয়ংকর হয়ে ওঠে লিস্টার। ২৯ মিনিটে স্কোরলাইন ২-১ করে ফেলা ভার্ডির গোলটি তেমনি খেলার ধারার বিপরীতে। তবে আর্সেনালও সমতায় ফেরে প্রথমার্ধের মধ্যে, জটলার মধ্য থেকে বল জালে পাঠিয়ে সমতা ফেরান ড্যানি ওয়েলবেক। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার লিস্টারের গোল, আবার জেমি ভার্ডির উদ্যাপন। নিজেদের মাঠে ম্যাচটা তাতে কঠিনই হয়ে যায় গানারদের জন্য। ৬৭ মিনিটে দুটি পরিবর্তন আনেন ওয়েঙ্গার—অ্যারন রামসে ও জিরোদকে তিনি মাঠে নামান। শেষে এ দুজনই সুপার সাবের ভূমিকা নিয়ে জিতিয়েছেন আর্সেনালকে। ৮৩ মিনিটে গ্রানিত জাকার ক্রসে রামসের লক্ষ্যভেদে সমতায় ফেরে আর্সেনাল। ৮৬ মিনিটে জিরোদ ঝলক। জাকারই কর্নারে তাঁর লক্ষ্যভেদী হেড। গত মৌসুমেও একাধিকবার এমনই শেষ মুহূর্তের গোলে হয় পয়েন্ট বাঁচিয়েছেন, নয়তো জয় এনে দিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। গোলডটকম


মন্তব্য