বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) সঙ্গে কারিগরি সহায়তা চুক্তি করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংগঠন ট্রান্স-ইউরোশিয়া ইনফরমেশন নেটওয়ার্ক (টিইআইএন)। চুক্তি অনুযায়ী ১১ থেকে ১৫ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠেয় 'বিডিনগ ২' সম্মেলনে নেটওয়ার্ক প্রকৌশলীদের জন্য কারিগরি কর্মশালা পরিচালনা করবে টিইআইএন।
।