kalerkantho


ডাব্লিউসিআইটি সম্মেলনের পর্দা নামছে আজ

টেক প্রতিদিন ডেস্ক   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০তাইওয়ানের তাইপেতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (টিআইসিসি) চলা ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডাব্লিউসিআইটি) ২১তম সম্মেলন শেষ হচ্ছে আজ। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানেই দেওয়া হবে ‘উইটসা এক্সিলেন্স’ ও ‘ই-এশিয়া অ্যাওয়ার্ডস’। এরই মধ্যে পুরস্কার দুটির জন্য বাংলাদেশের ছয়টি উদ্যোগ বা প্রতিষ্ঠান মনোনয়নও পেয়েছে। এবারও বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠান এ পুরস্কার পেতে পারে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) স্বপন কুমার সরকার জানান, ‘ডাব্লিউসিআইটি সম্মেলনকে তথ্য-প্রযুক্তির অলিম্পিক হিসেবে বিবেচনা করা হয়। আমাদের বেশ কিছু তথ্য-প্রযুক্তিভিত্তিক উদ্যোগ কয়েক বছর ধরে ডাব্লিউসিআইটি সম্মেলনে পুরস্কৃত হয়ে আসছে। উদ্যোগগুলো বিশ্বমানের হওয়ায় অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হচ্ছে।’


মন্তব্য