kalerkantho


রোবটের আদলে ফ্রিজটি তৈরি করেছে প্যানাসনিক

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০রোবটের আদলে ফ্রিজটি তৈরি করেছে প্যানাসনিক

কষ্ট করে আর ফ্রিজের কাছে যেতে হবে না; বরং ফ্রিজই আপনার কাছে এসে হাজির হবে। নির্দেশ পেলেই খাবার টেবিলের কাছে ঠাণ্ডা পানি বা অন্যান্য খাবার নিয়ে হাজির হবে ফ্রিজটি। ফলে টেবিল থেকে না উঠেই প্রয়োজনীয় সব খাবার খাওয়ার সুযোগ মিলবে। ভয়েস কমান্ড সুবিধা থাকায় ব্যবহারকারীদের নির্দেশ পেলেই ফ্রিজটির নিচের অংশ নিজ থেকেই টেবিলের কাছে পৌঁছে যায়। রোবটের আদলে ফ্রিজটি তৈরি করেছে প্যানাসনিক।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : দ্য নেক্সট ওয়েব


মন্তব্য