kalerkantho


‘বিশ্বস্ত’ খবরের উেসর সন্ধানে ফেইসবুক

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফেইসবুকের নিউজ ফিডে ভুয়া সংবাদ বা তথ্য প্রচার ঠেকাতে এবার সংবাদের উেসর ওপর জোর দিচ্ছে ফেইসবুক। শুধু তাই নয়, তথ্যের উৎসগুলো ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য কি না তাও জানবে। এ জন্য বিশ্বের সব প্রান্তে থাকা প্রায় ২০০ কোটি ব্যবহারকারীর মতামত জানতে শিগগিরই জরিপ কার্যক্রম শুরু করবে তারা। যে ওয়েবসাইটের নিউজের লিংক ব্যবহারকারীরা দেখছেন সেটাতে তাদের আস্থা আছে কি না তা জানতে চাওয়া হবে জরিপে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সংবাদের ‘বিশ্বস্ত’ উেসর তালিকা তৈরি করা হবে। বিষয়টি স্বীকার করে ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, আগামী সপ্তাহ থেকেই জরিপটি শুরু হবে।

টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : ইন্টারনেট


মন্তব্য