<p>উড়োজাহাজ তৈরির পাশাপাশি এবার চালকবিহীন উড়ন্ত গাড়ি তৈরি করেছে ‘বোয়িং’। ৮০ কিলোমিটার গতিতে আকাশে উড়তে সক্ষম বৈদ্যুতিক গাড়িটি চালাতে কোনো পাইলটও দরকার হবে না। গন্তব্য নির্দিষ্ট করে দিলেই হবে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে যাত্রী নিয়ে সফলভাবে ওড়ার পরীক্ষাও চালিয়েছে।</p> <p> </p> <p>টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : মেইল অনলাইন</p>