<p> সোনারগাঁয়ের বারদীর আশ্রমে গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে হিন্দু সমপ্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১২৪তম তিরোধান উৎসব।</p> <p> এ উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ দেশের বিভিন্ন স্থান থেকে শত শত লোকনাথভক্ত বারদী আশ্রমে এসে সমবেত হয়েছে। ভক্তদের উপস্থিতি ও পদচারণে মুখরিত হয়ে উঠেছে বারদী ও এর আশপাশের এলাকা।</p> <p> জানা যায়, উৎসবকে কেন্দ্র করে স্থানীয় সরকারদলীয় লোকজন বারদী আশ্রম এলাকায় যাতায়াতের রাস্তা দখল করে দোকানপাট নির্মাণ করেছে। অপরিকল্পিতভাবে রাস্তার ওপর দোকানপাট নির্মাণ করায় যানজট ও তীব্র গরমে ভক্তদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। আগত ভক্তদের ট্রলার, লঞ্চসহ বিভিন্ন নৌযান ও যানবাহন থেকে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। উৎসব উপলক্ষে বারদী মাঠে বসেছে পাঁচ দিনব্যাপী লোকজ মেলা।</p> <p>  </p> <p>  </p>