<p> ইউক্রেনে রোববার চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের ২৯ বছর পালিত হলো। পরমাণু কেন্দ্রের কাছে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি জ্বালিয়ে দিবসটি পালন করা হয়েছে।<br /> ১৯৮৬ সালের ২৬ এপ্রিল পরমাণু কেন্দ্রের ৪ নম্বর রিঅ্যাক্টর বিস্ফোরিত হলে ইউক্রেন, বেলারুশ ও রাশিয়াসহ ইউরোপের অংশবিশেষে বিষাক্ত তেজষ্ক্রিয় ছড়িয়ে পড়ে।<br /> দুর্ঘটনা কবলিত পরমাণু কেন্দ্রের ৫০ কিলোমিটার দূরে স্লভুতিচ শহরে নির্মিত সৌধের পাদদেশে যে সময় বিস্ফোরণের ঘটনা ঘটে ঠিক সে সময়টিতে শত শত লোক ফুল দেয় ও মোমবাতি জ্বালায়।<br /> উল্লেখ্য, চেরনোবিল পরমাণু কেন্দ্রের আশেপাশে যেসব শ্রমিক বাস করতো তাদের জন্য স্লভুতিচ শহরটি নির্মিত হয়। সেখানে তাদের জোর করে পাঠানো হয়।<br /> এদিকে রাজধানী কিয়েভ থেকে ১শ’ মাইল দূরে পরমাণু কেন্দ্রটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো পুষ্পস্তবক অর্পণ করে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানান।<br /> এ দুর্ঘটনায় ঠিক কতজন মারা গেছে এ পর্যন্ত তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। জাতিসংঘ বিশেষজ্ঞ দল বলেছে পরমাণু কেন্দ্রে বিস্ফোরণে ৩১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে শ্রমিক ও অগ্নিনির্বাপক দলের সদস্যরা রয়েছে।<br /> কিন্তু পরিবেশ বিষয়ক গ্রুপ গ্রীন পিস বলছে, ক্যান্সারসহ দুর্ঘটনাজনিত রোগে মারা গেছে প্রায় ১ লাখ লোক।</p>