রাজধানীর কাফরুলে সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ হাসপাতালে বহিরাগতদের উপদ্রবের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
ইউনানি আয়ুর্বেদিক কলেজ
শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের গুলিতে আহত ২০
নিজস্ব প্রতিবেদক
আহতদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজ মাঠে বহিরাগতরা মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ করে আসছিল। বহিরাগতদের মাঠে প্রবেশ করতে নিষেধ করা হলেও তারা নিষেধ অমান্য করে মাঠে প্রবেশ করে। এরপর বৃহস্পতিবার বিকেলে কলেজের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে বহিরাগতদের মাঠ থেকে বের করা হয়। সন্ধ্যায় ওই কলেজের এক শিক্ষার্থী বাইরে গেলে তাঁকে মারধর করে বহিরাগত বখাটেরা।
হাসপাতাল সূত্র জানায়, আহত শিক্ষার্থীদের কারো হাতে ও কারো পায়ে শটগানের গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
কাফরুল থানার এসআই ইদ্রিস আলী বলেন, কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলেজের শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বলা হলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে। এতে কয়েকজন ছাত্র আহত হন।
ওএমএসের চাল ও আটা কিনতে ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে মানুষের লাইন
ই-ভিসা আবেদন সহজ করল থাইল্যান্ড
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশিদের জন্য তিন ক্যাটাগরিতে ই-ভিসা আবেদন আরো সহজ করেছে থাইল্যান্ড। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার থাই দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, থাই ই-ভিসা আবেদনকারীদের জন্য উন্নত সেবা চালু করা হয়েছে। রবিবার থেকে তিন ক্যাটাগরিতে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।
বদলে গেছে কারা অধিদপ্তরের লোগো
নিজস্ব প্রতিবেদক
বদলে গেছে কারা অধিদপ্তরের লোগো। তৈরি হয়েছে নতুন লোগো। এতে নৌকা প্রতীক বাদ দিয়ে যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন। কারা অধিদপ্তরের এআইজি জান্নাত-উল-ফরহাদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী লোগো পরিবর্তন করা হয়েছে।
সংক্ষিপ্ত
‘ফুলকপি’ প্রতীক বরাদ্দ পেল বিডিপি
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দলটিকে ‘ফুলকপি’ প্রতীক বরাদ্দ করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। গতকাল রবিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (রিট ৬৪৩১/২০২৩) এর গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’।