<p> ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত ১ এপ্রিল বুধবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি ওয়াশিকুর রহমান ও অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডকে বাংলাদেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর হামলা বলে অভিহিত করেছে। ইইউ মুখপাত্রের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ৩০ মার্চ ওয়াশিকুর রহমানের হত্যাকাণ্ডটি বাংলাদেশি ব্লগারদের লক্ষ্য করে গত একমাসে সংঘটিত এ ধরনের দ্বিতীয় হামলা।<br /> <br /> বিবৃতিতে সহিংস চরমপন্থার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আরো বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র ও আন্তর্জাতিক গণ ও রাজনৈতিক অধিকার সনদে মানবাধিকার হিসেবে স্বীকৃত। বাংলাদেশও এসব সনদে স্বাক্ষরকারী দেশ। ইইউ দ্ব্যর্থহীনভাবে মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা, বিবেক, ধর্মপালন ও বিশ্বাসের স্বাধীনতার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক সংলাপ গণতন্ত্রের অপরিহার্য উপাদান।<br /> <br /> সরকার, রাজনৈতিক দলসমূহ এবং নাগরিক সমাজকে বাংলাদেশে সহিংস চরমপন্থীদের কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর তাগিদ দেওয়া হয়। পাশাপাশি এসব হত্যাকাণ্ডের হোতাদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনারও জোর দাবি জানানো হয় বিবৃতিতে।   <br />  </p>