<p> ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, 'অভিবাসীদের স্বাগত জানানো আমাদের জীবনধারারই অংশ। আমাদের ডিএনএর মধ্যেই এটা আছে।'</p> <p> <a name=\"RIMG0\"></a></p> <p> দিবসটি উপলক্ষে ওবামা অন্য দেশে জন্ম নেওয়া এবং বর্তমানে তাঁর দেশের সামরিক বাহিনীর সদস্য ২৫ ব্যক্তিকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে এ কথা বলেন। ১৫টি দেশের প্রতিনিধিত্বকারী ওই সামরিক ব্যক্তিরা ওবামার সঙ্গে হাত উঁচিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বস্ততা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।</p> <p> ওবামা তাঁর নতুন অভিবাসননীতি প্রসঙ্গে রিপাবলিকানদের বিরোধিতার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ২০০ বছর ধরে অভিবাসী গ্রহণ করার মাধ্যমেই যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তিনি আবারও বলেন, বিরোধীরা সায় না দিলে তিনি প্রয়োজনে তাঁর প্রেসিডেনশিয়াল ক্ষমতাবলে নতুন অভিবাসন নীতিমালা গ্রহণ করবেন।</p> <p> যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের সংস্কার নিয়ে ওবামা এবং রিপাবলিকান দল এখন মুখোমুখি অবস্থানে। রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের স্পিকার জন বোয়েনার জানান, চলতি বছরের মধ্যে অভিবাসন সংস্কার নিয়ে কোনো আইন-প্রস্তাব গ্রহণের সম্ভাবনা নেই।</p> <p> সিনেট ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ। কিন্তু কংগ্রেসের নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদ এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। এ কারণে বাজেট বরাদ্দ থেকে শুরু করে যেকোনো আইন প্রণয়নে প্রেসিডেন্ট ওবামাকে বৈরিতার মুখোমুখি হতে হচ্ছে।</p> <p> রিপাবলিকানদের মতে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা লোকজনকে বৈধতা প্রদানের কোনো যৌক্তিকতা নেই। কয়েক মাস ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে লোকজনের ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে। অপ্রাপ্তবয়স্ক ও অভিভাবকহীন অনুপ্রবেশকারী শিশুদের নিয়ে বিপাকে পড়েছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ।</p> <p> প্রসঙ্গত, ১৭৭৬ সালের ৪ জুলাই উত্তর আমেরিকার ১৩টি উপনিবেশের প্রতিনিধিরা ফিলাডেলফিয়ায় সম্মেলনের আয়োজন করে ব্রিটিশ উপনিবেশের শৃঙ্খল ছিঁড়ে আনুষ্ঠানিকভাবে 'স্বাধীনতা ঘোষণা' করেন। সূত্র : এপি।</p> <p>  </p> <p>  </p>