<p style="margin-bottom:13px">বাজারে বহু সুগন্ধির ভিড়ে পছন্দের সুগন্ধি মেলা ভার। সেই সঙ্গে র‍্যাশজনিত সমস্যা হওয়া তো আছেই। এর বিকল্পও আছে। বাড়িতেই পছন্দমতো পারফিউম তৈরি করা যায়।</p> <p> </p> <p><strong>উপকরণ</strong></p> <p>প্রাকৃতিক সব উপাদান দিয়ে তৈরি করতে পারেন অর্গানিক পারফিউম। এ জন্য লাগবে বেশ কিছু সুগন্ধি তেল। গোলাপ, জুঁই, গার্ডেনিয়া, লিলি, কাঠচম্পা, ল্যাভেন্ডার, চেরি ব্লসমের নির্যাস, চন্দনের নির্যাস থেকে বেছে নিতে পারেন। এ ছাড়া দরকার হবে পারফিউমাস অ্যালকোহল, ফ্রিসিয়া অয়েল, হানিসাকল অয়েল, বেনজয়েন অয়েল, সিডারউড অয়েল, জোজোবা তেল, নারকেল তেল, সুইট আমন্ড অয়েল ও তিলের তেলের মতো ক্যারিয়ার তেল। এসব উপকরণ পছন্দমতো জেসমিন অ্যাবসলিউট, ভ্যানিলা অ্যাবসলিউট ফর্মে মেশালে ঘণ্টার পর ঘণ্টা সুবাস থাকে। আরো লাগবে ড্রপার, টেস্টটিউব, মেসন জার ও পারফিউম সংরক্ষণ করার জন্য উপযোগী কাচের পাত্র।</p> <p> </p> <p><strong>যেখানে পাবেন</strong></p> <p>প্রয়োজনীয় উপকরণগুলো বিপণিবিতান সাজগোজ, নিউ মার্কেট চত্বরসহ বিভিন্ন জায়গায় জনপ্রিয় প্রসাধনী বিপণিবিতানগুলোতে পাওয়া যাবে। এ ছাড়া অনলাইনেও কিনতে পাবেন।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>ভ্যানিলা গোরমান্ড তৈরি করতে প্রথমে একটি টেস্টটিউবে ভ্যানিলা অ্যাবসলিউট ১৫-২০ ফোঁটা (ফুলের সুগন্ধি  তৈরি করতে যেকোনো ফুলের অ্যাবসলিউ), ফ্রিসিয়া পিওনি অয়েল ছয়-সাত ফোঁটা, হানিসাকল অয়েল চার-পাঁচ ফোঁটা, গ্রিন অ্যাপল বা যেকোনো ফলের অ্যাবসলিউট দুই ফোঁটা, বেনজয়েন অয়েল, সিডারউড অয়েল তিন ফোঁটা পর পর দিয়ে পছন্দমতো মাত্রা বাড়িয়ে কমিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ১৫ মিলির মতো পারফিউমাস অ্যালকোহল বা ক্যারিয়ার তেল মিশিয়ে পুরো মিশ্রণটি একটি কাচের পাত্রে ঢেলে ভালো করে ঝাঁকান ৩০ সেকেন্ড। এরপর এভাবেই ওই পাত্রে রেখে দিন ৪৮ ঘণ্টা। সময় পেরোলেই মসলিন কাপড়ে মিশ্রণটি ছেঁকে নিন।</p> <p> </p> <p><strong>সংরক্ষণ</strong></p> <p>পারফিউম বানানো হয়ে গেলে মিশ্রণটি পারফিউম জারে ঢেলে দুই সপ্তাহ বা আরো বেশি সময় ধরে অন্ধকার ঠাণ্ডা ঘরে সংরক্ষণ করুন। যত সময় পার হবে গন্ধের মাত্রা তত বেশি হবে।</p> <p> </p> <p><strong>ব্যবহার ও যত্ন</strong></p> <p>দৈনিক অফিস বা যেকোনো কাজে কিংবা উত্সবে হাতে তৈরি পারফিউমটি সিগনেচার পারফিউম হিসেবে ব্যবহার করতে পারেন। বাইরে যাওয়ার আগে হাতে ও ঘাড়ে পারফিউমটি লাগিয়ে নিন। এটি আপনার পরিচ্ছদকে পরিপূর্ণ করবে।</p>