<p style="text-align:center"><img alt="চাটগাঁর ঐতিহ্যবাহী ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/01/13-06-2024-p2-1.jpg" width="1000" /></p> <p><strong>বাটা মসলায় কোয়াবের মাংস ভুনা</strong></p> <p><strong>উপকরণ </strong></p> <p>কোয়াবের মাংস ৩ কাপ, পেঁয়াজ বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ বাটা স্বাদমতো, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, গরম মসলা বাটা আধা চা চামচ, টমেটো পেস্ট ১ চা চামচ।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. মাংসগুলো একটু ছেঁচে চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে সব বাটা মসলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষান।</p> <p>২. তেল ভেসে উঠলে ছেঁচা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢেকে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।</p> <p> </p> <p style="text-align:center"><img alt="চাটগাঁর ঐতিহ্যবাহী ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/01/13-06-2024-p2-2.jpg" width="1000" /></p> <h3><strong>মাংসের কোয়াব</strong></h3> <p><strong>উপকরণ</strong></p> <p>গরুর সলিড মাংস ২ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া স্বাদমতো, সরিষার তেল ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, সয়াবিন তেল ১ কাপ।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে সব মসলা ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে এক কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত।</p> <p>২. মসলা মাংসের গায়ে লেগে গেলে নামিয়ে নিন। আরেকটা প্যানে মাংসের টুকরাগুলো ডুবো তেলে ভেজে তুলে পরিবেশন করুন।</p> <p>৩. অথেনটিক রেসিপিতে গরুর চর্বির তেল দিয়ে মাংস ভাজা হয়। স্বাস্থ্যগত দিক ভেবে আমি সয়াবিন তেলে ভেজে নিয়েছি।</p> <p> </p> <p style="text-align: center;"><img alt="চাটগাঁর ঐতিহ্যবাহী ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/01/13-06-2024-p2-3.jpg" width="1000" /></p> <h3><strong>গরুর মাংসের কালা ভুনা</strong></h3> <p><strong>উপকরণ</strong></p> <p>গরুর মাংস হাড়-চর্বিসহ ২ কেজি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ করে, লবণ ও মরিচ গুঁড়া স্বাদমতো, ধনে গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, পেঁয়াজ কুচি আধাকাপ, আদা-রসুন কুচি, গরম মসলা গুঁড়া ১ চা চামচ করে, জয়ত্রি ১টি, জায়ফল গুঁড়া সামান্য, কাবাবচিনি ৫টি, স্টার এনিস ২টি, বড় কালো এলাচ ৩টি, সবুজ এলাচ ৬টি, তেজপাতা ৪টি, দারচিনি টুকরা ৪টি, ভাজা জিরা গুঁড়া,  রাঁধুনি গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও গরম মসলা গুঁড়া আধা চা চামচ করে, শুকনা মরিচ ৬টি।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. মাংস কেটে ধুয়ে হাঁড়িতে সব বাটা ও গুঁড়া মসলা, আস্ত গরম মসলা, আধাকাপ সরিষার তেল ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় ১০ মিনিট উচ্চ আঁচে ঢেকে রান্না করুন।</p> <p>২. মাংস থেকে বের হওয়া পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এরপর আঁচ কমিয়ে দিন। মাঝে মাঝে নেড়ে দিন। পানি শুকিয়ে এলে গোলমরিচ গুঁড়া, জায়ফল গুঁড়া, জয়ত্রি দিয়ে ভালো করে কষান।</p> <p>৩. আরেকটি প্যানে আধাকাপ সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে রসুন কুচি, আদা কুচি ও শুকনা মরিচ দিয়ে একটু ভেজে মাংসের মধ্যে দিয়ে দিন। এরপর রাঁধুনি গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে কম আঁচে ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করুন।</p> <p> </p> <p style="text-align:center"><img alt="চাটগাঁর ঐতিহ্যবাহী ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/01/13-06-2024-p2-5.jpg" width="1000" /></p> <h3><strong>মেজবানি মাংস</strong></h3> <p><strong>মেজবানি মসলার উপকরণ</strong></p> <p>তেজপাতা ৬টি, দারচিনি ৬ টুকরা, এলাচ ১২টি, কালো এলাচ ৪টি, লং ১০টি, জায়ফল ১টি, জয়ত্রি ৪টি, রাঁধুনি, কালো গোলমরিচ, জিরা ২ চা চামচ করে, মৌরি, ধনে, মেথি ১ চা চামচ করে, স্টার এনিস ২টি, শুকনা মরিচ ৬টি। সব মসলা এক দিন কড়া রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিন।</p> <p><strong>আরো প্রয়োজন</strong></p> <p>গরুর কলিজা, হাড়, চর্বিসহ মাংস ২ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন ও পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ করে, কালো, হলুদ সরিষা বাটা ১ চা চামচ, চীনাবাদাম বাটা, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ করে, নারকেল বাটা ১ চা চামচ, টমেটো ও পেঁয়াজ কুচি ১ কাপ করে, লবণ ও মরিচ গুঁড়া স্বাদমতো, হলুদ গুঁড়া ২ চা চামচ, সরিষার তেল আধাকাপ, কাঁচা মরিচ ৫টি।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে মেজবানি মসলা, হলুদ, মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, সরিষার তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাংস ভালো করে মাখিয়ে নিন।</p> <p>২. চুলায় হাঁড়ি বসিয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে মরিচ ও হলুদ গুঁড়া দিয়ে নেড়ে মাংস ভালো করে কষান। তেল ভেসে উঠলে ২ চা চামচ মেজবানি মসলা দিয়ে আবার ভালো করে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে সিদ্ধ করুন।</p> <p>৩. সিদ্ধ হলে নামানোর আগে কাঁচা মরিচ, ১ চা চামচ মেজবানি দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।</p> <p> </p> <p style="text-align: center;"><img alt="চাটগাঁর ঐতিহ্যবাহী ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/01/13-06-2024-p2-4.jpg" width="1000" /></p> <h3><strong>মেজবান ডাল</strong></h3> <p><strong>উপকরণ</strong></p> <p>বুটের ডাল আধা কেজি, গরুর গুর্দা, কলিজা, চর্বি, হাড়সহ মাংস ১ কেজি, সরিষার তেল আধাকাপ, তেজপাতা ৪টি, সবুজ এলাচ ৬টি, কালো এলাচ ৩টি, দারচিনি টুকরা ৪টি, লং ৬টি, স্টার এনিস ১টি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা, মৌরি বাটা, সরিষা বাটা ১ টেবিল চামচ করে, শুকনা মরিচ গুঁড়া ও লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ১ চা চামচ করে, কাঠবাদাম বাটা ২ চা চামচ, জয়ত্রি, জায়ফল গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৬টি, বাগারের জন্য সরিষার তেল আধা চা চামচ, শুকনা মরিচ ৬টি, রাঁধুনি গুঁড়া আধা চা চামচ ও গরম মসলা গুঁড়া ১ চা চামচ।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. বুটের ডাল ভালো করে ধুয়ে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন।</p> <p>২. ডাল পরিমাণমতো পানি, ৬টি কাঁচা মরিচ, ২টি তেজপাতা, সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিন।</p> <p>৩. চুলায় হাঁড়ি বসিয়ে সরিষার তেলে আস্ত গরম মসলা ভেজে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিন। এবার সব বাটা মসলা দিয়ে কষান। এরপর সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে কষিয়ে মাংস দিয়ে ভালো করে কষান।</p> <p>৪. তেল ভেসে উঠলে কাঠবাদাম বাটা, জায়ফল, জয়ত্রি গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে সিদ্ধ ডাল দিয়ে সময় নিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। এরপর কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন।</p> <p>৫. আরেকটি প্যানে সরিষার তেলে বাগারের উপকরণ ভেজে ডালে দিয়ে কম আঁচে ৫ মিনিট রেখে নামিয়ে পরবেশন করুন।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>