<p style="text-align:center"><img alt="পাহাড়ি স্বাদের ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/03/13-06-2024-p3-6.jpg" width="1000" /></p> <h3><strong>বিফ হরবো</strong></h3> <p><strong>উপকরণ</strong></p> <p>হাড় ছাড়া গরুর মাংস এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচা মরিচ ছয়টা, শুকনা মরিচ পাঁচটা, আদা বাটা এক টেবিল চামচ, লেবুর রস দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল এক চা চামচ, চালের গুঁড়া এক চা চামচ, ধনেপাতা কুচি পছন্দমতো। </p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. কড়াইয়ে শুকনা মরিচ টেলে নিন। কাঁচা মরিচ সিদ্ধ করে, শুকনা মরিচ আর কাঁচা মরিচ আধা বাটা করে নিন।</p> <p>২. একটা পাত্রে মাংস, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, চালের গুঁড়া দিয়ে পরিমাণমতো পানিসমেত বসিয়ে দিন। সিদ্ধ করে একদম পানি শুকিয়ে নিন।</p> <p>৩. মাংস ঠাণ্ডা হলে এক কাপ পেঁয়াজ কুচি, আধা বাটা মরিচ, লেবুর রস, ধনেপাতা ও সরিষার তেল দিয়ে মেখে পরিবেশন করুন।</p> <p> </p> <p style="text-align: center;"><img alt="পাহাড়ি স্বাদের ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/03/13-06-2024-p3-7.jpg" width="1000" /></p> <h3><strong>মাটন মালাই কারি</strong></h3> <p><strong>উপকরণ</strong></p> <p>হাড় ছাড়া খাসির মাংস আধা কেজি, পানি ঝরানো টক দই চার টেবিল চামচ, কাজুবাদাম বাটা, ফ্রেশ ক্রিম, পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ করে, পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ, আদা বাটা ও রসুন বাটা এক চা চামচ করে, ভাজা জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও গোলমরিচ গুঁড়া আধা চা চামচ করে, কাবাব মসলা গুঁড়া এক চা চামচ, কাঁচা মরিচ বাটা আধা চা চামচ, তেল এক কাপ, লবণ স্বাদমতো, চিনি দুই চা চামচ, কয়লা এক টুকরা, ঘি এক চা চামচ, কাসৌরি মেথি এক টেবিল চামচ, কুকিং ক্রিম আধা কাপ, তেল ব্রাশ করার জন্য, কাঁচা মরিচ ছয়টি ও ঘি এক চা চামচ।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. মাংস ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে সব বাটা ও গুঁড়া মসলা টক দইয়ের সঙ্গে ফেটিয়ে মিশ্রণটা দিয়ে মাংস মেখে তিন ঘণ্টা রেখে দিন।</p> <p>২. এবার মাংসের ওপরে তেল ব্রাশ করে প্যানে তেল দিয়ে উল্টেপাল্টে হালকা ভেজে নিন। অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে মেখে রাখা মসলা কষিয়ে সামান্য পানি দিন। এবার ভাজা মাংসগুলো মসলায় একটু নেড়েচেড়ে পানি দিন। ফুটে উঠলে কুকিং ক্রিম ও কাসৌরি মেথি দিয়ে কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিন।</p> <p>৩. স্মোকি ফ্লেভার আনার জন্য গ্যাসের ওপর এক টুকরা কয়লা জ্বালিয়ে বাটিতে রাখুন। তার ওপর এক চা চামচ ঘি দিন। মাংসের হাঁড়ির মধ্যে রেখে ঢেকে রাখুন তিন মিনিট। এবার নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে ওপরে ক্রিম ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।</p> <p> </p> <p style="text-align:center"><img alt="পাহাড়ি স্বাদের ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/03/13-06-2024-p3-8.jpg" width="1000" /></p> <h3><strong>চিজি ল্যাম্ব </strong></h3> <p><strong>উপকরণ</strong></p> <p>ল্যাম্ব মাংস আধা কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া চার চা চামচ, পানি ঝরানো টক দই এক কাপ, এলাচ তিনটা, দারচিনি দুই টুকরা, তেজপাতা দুটি, লং কয়েকটা, ঘি ও বাটার আধা কাপ, লবণ স্বাদমতো, স্লাইস চিজ দুই টুকরা,  ভাজা মসলা সামান্য।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. বাটিতে ঘি ও পেঁয়াজ কুচি ছাড়া সব উপকরণ মেখে মেরিনেট করে রাখুন দুই ঘণ্টা।</p> <p>২. এক চা চামচ করে জিরা, ধনে, জয়ত্রি ও আধা চা চামচ শুকনা মরিচ তাওয়ায় বিশ সেকেন্ড গরম করে ব্লেন্ডারে মিহি গুঁড়া করে নিন।</p> <p>৩. প্যানে ঘি ও বাটার দিয়ে পেঁয়াজ কুচি ভেজে মাংস দিয়ে কষিয়ে নিন। আধা কাপ গরম পানি দিয়ে কম আঁচে রান্না করুন। মাংস নরম হওয়া শুরু হলে ভাজা মসলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত।</p> <p>৪. হয়ে এলে ওপরে স্লাইস চিজ বিছিয়ে তিন মিনিট চুলায় রাখুন মেল্ট হওয়া পর্যন্ত। এবার সার্ভিং ডিশে ঢেলে সুন্দর করে সাজিয়ে  পরিবেশন করুন।</p> <p> </p> <p style="text-align:center"><img alt="পাহাড়ি স্বাদের ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/03/13-06-2024-p3-9.jpg" width="1000" /></p> <h3><strong>হাসওয়ে </strong></h3> <p><strong>উপকরণ</strong></p> <p>গরুর মাংসের কিমা আধা কেজি, পোলাউ চাল দুই কাপ, পেঁয়াজ তিনটি, রসুন কুচি তিন কোয়া, লবঙ্গ চারটি, মাখন আধা কাপ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, চিনি গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, বিফ স্টক, লবণ স্বাদমতো, বাদাম, কিশমিশ ও পার্সলেপাতা সাজানোর জন্য।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. চাল ধুয়ে আধাঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। একটা ভারী প্যান গরম করে মাখন দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভেজে মাংসের কিমা মাঝারি আঁচে কান্না করুন। অনবরত নেড়ে মাংস বাদামি করে রান্না করুন।</p> <p>২. মাংসের সঙ্গে চাল, গরম মসলা, লবঙ্গ, দারচিনি গুঁড়া, গোলমরিচ ও লবণ মিশিয়ে দশ মিনিট ভাজুন। নাড়তে নাড়তে মৃদু আঁচে এমনভাবে ভাজুন যেন ঝরঝরে হয়ে যায়।</p> <p>৩. অন্য একটি চুলায় স্টক গরম করে নিন। চালে দ্বিগুণ পানি দিয়ে জ্বাল ওঠার পর মৃদু আঁচে আরো বিশ মিনিট ঢেকে রান্না করুন।</p> <p>৪. দুই টেবিল চামচ মাখন অন্য একটি প্যানে দিয়ে বাদাম ও কিশমিশ ভেজে নিন। মাংস সার্ভিং ডিশে ঢেলে ওপরে ভাজা বাদাম, কিশমিশ ও পার্সলে কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।</p> <p> </p> <p style="text-align: center;"><img alt="পাহাড়ি স্বাদের ৫ পদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/06.June/13-06-2024/Rif/03/13-06-2024-p3-10.jpg" width="1000" /></p> <h3><strong>বিফ কাটাকাট </strong></h3> <p><strong>উপকরণ</strong></p> <p>গরুর হাড় ছাড়া মাংস ২৫০ গ্রাম, কিডনি বা গুর্দা দুটি, মগজ দুটি, হৃৎপিণ্ড দুটি,  পেঁয়াজ কুচি এক কাপ, টমেটো কুচি এক কাপ, কাঁচা মরিচ কুচি ছয়টি, আদা জুলিয়ান কাট এক টেবিল চামচ, টক দই আধা কাপ, কাটাকাট মসলা দেড় টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া এক চা চামচ, কাসৌরি-মেথি দুই টেবিল চামচ, ধনেপাতা কুচি ও লবণ পরিমাণমতো, রসুন পানি দুই কাপ, আদা পেস্ট এক টেবিল চামচ, তেল আধা কাপ, ঘি সিকি কাপ, লেবুর রস এক টেবিল চামচ।</p> <p> </p> <p>কাটাকাট মসলার উপকরণ</p> <p>শুকনা মরিচ ছয়টি, জিরা আধা কাপ, ধনে সিকি কাপ, কালো এলাচ সাতটি, সবুজ এলাচ ছয়টি, দারচিনি তিন টুকরা, লবঙ্গ এক চা চামচ, গোলমরিচ এক চা চামচ, জায়ফল আধা চা চামচ, জয়ত্রি তিনটি। সব উপকরণ শুকনা খোলায় টেলে গুঁড়া করে নিন।</p> <p> </p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. মাংস, গুর্দা ও হৃৎপিণ্ড ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন। প্যানে তেল দিয়ে মাংস, গুর্দা ও হৃৎপিণ্ডের টুকরাগুলো ঢেকে মাঝারি  আঁচে আধাঘণ্টা রান্না করুন। পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে ঢাকনা খুলে নেড়ে আদা পেস্ট ও অল্প রসুনের পানি দিয়ে আবার ঢেকে রান্না করুন। এই পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে খুন্তি দিয়ে মাংসগুলো ভেঙে ভেঙে দিন।</p> <p>২. ওপরে পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে ঢেকে রান্না করুন। পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে আবার অল্প করে রসুনের পানি ও মগজ দিয়ে ঢেকে দিন। এই পানিও সম্পূর্ণ শুকিয়ে গেলে কাটাকাট মসলা, মরিচ গুঁড়া, দই, লবণ, অল্প কাঁচা মরিচ ও অল্প আদা কুচি মিশিয়ে ঢেকে দিন।</p> <p>৩. দইয়ের পানি পুরোপুরি শুকিয়ে গেলে আঁচ বাড়িয়ে ঘি মিশিয়ে বাকি আদা কুচি ও কাঁচা মরিচ কুচি, কাসৌরি, মেথি, লেবুর রস মিশিয়ে নামিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।</p> <p> </p> <p> </p> <p> </p>