সত্তরের দশকের আর দশটা কিশোরের মতোই বেড়ে ওঠা তাঁর। বিকেলে লুঙ্গি পরেই ছুট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, প্রাণের খেলা দেখতে হবে না! তবে কিশোর খোরশেদ আলম বাবুল খেলতেনও। কাছা মেরে মাঠে নেমে পড়ার দিন থেকেই বিখ্যাত সব স্কাউটদের নজর কেড়ে আবাহনী-মোহামেডানের সীমানা ছাড়িয়ে দীর্ঘ সময় খেলেছেন জাতীয় দলেও। মাসুদ পারভেজকে সেসব সোনালি দিনের গল্পই শুনিয়েছেন তিনি, অবধারিতভাবে এসেছে এ সময়ের ফুটবল নিয়ে তাঁর আক্ষেপের কথাও