[ তোরা ছিলি, তোরাই আছিস ]

২৭ বছর পর শৈশবের বন্ধুদের এক করলেন তিনি

শৈশবের বন্ধুদের একই ফ্রেমে আনতে ব্যতিক্রমী এক আয়োজন করেছিলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের আবাসিক সার্জন ডা. এম নূরুল ইসলাম। খুঁজে বের করেছিলেন ১৭ জন বন্ধুকে। লিখেছেন শামস শামীম
শেয়ার
২৭ বছর পর  শৈশবের বন্ধুদের এক করলেন তিনি
মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৈশবের বন্ধুদের সঙ্গে ডা. নূরুল (পেছনের সারিতে বাঁ থেকে পঞ্চম)
তরুণ তুর্কি

বাইশেই কোটিপতি পাভেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র পাভেল চৌধুরী। অনলাইন এবং অফলাইনে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের ইংরেজি শেখান তিনি। এভাবে বছরে আয় করেন কোটি টাকার বেশি। এখন তাঁর অধীনে কাজ করছেন ১১ জন। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান
আরো জীবন

তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন

১৯৫২ সালে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন। এরপর ৭২ বছর ছিলেন লোহার একটি ফুসফুসের ভেতরে, যেটি একটি যান্ত্রিক পর্দা দ্বারা তাঁর দেহে চাপ প্রয়োগ করে শ্বাস-প্রশ্বাসে সহায়তা করত। ওই অবস্থায় পল রিচার্ড আলেকজান্ডার টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন। আত্মজীবনীও লিখেছেন, যেটি অসংখ্য মানুষকে নতুনভাবে বাঁচার এবং জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। লিখেছেন আয়শা জোহা পূর্ণতা
শেয়ার

অ্যান্টার্কটিকায় কী খুঁজেছেন সৌমিত্র?

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের সায়েন্টিফিক অফিসার সৌমিত্র চৌধুরী। প্রথম বাংলাদেশি সমুদ্রবিজ্ঞানী হিসেবে কিছুদিন আগে গিয়েছিলেন অ্যান্টার্কটিকায়। বরফে ঢাকা এই মহাদেশে ভারত ও মরিশাসের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে মেরুর অতি সূক্ষ্ম তারতম্য ও হিমায়িত পরিবেশের চ্যালেঞ্জগুলো বোঝার চেষ্টা করেছেন। দুর্লভ সেই অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন আল সানিকে
শেয়ার

শিকড়ের টানে বাংলার পানে

২০০১ সালে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে থাকলেও ভোলেননি শিকড়কে। এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা জিনিসের নকশা করে সুনাম কুড়াচ্ছেন। সেই সূত্রেই আমন্ত্রণ পেয়েছিলেন চ্যানেল এইচবিওতে। স্থপতি ক্যাহকেশান সরদার আঁখির পথচলার গল্প শুনেছেন আল সানি
শেয়ার

সর্বশেষ সংবাদ