অনাথালয় থেকে বিশ্ববিদ্যালয়ে মেছাইনু
পিতৃস্নেহ কেমন জানেন না মেছাইনু চাক। বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই বাবাকে হারিয়েছেন। বড় হয়েছেন অনাথালয়ে। এখন তিনি ৭২ লাখ টাকার শিক্ষাবৃত্তিসহ সুযোগ পেয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম ক্রোক্ষ্যং চাকপাড়ার এই তরুণী নিজের জীবনসংগ্রামের গল্প বলেছেন পিন্টু রঞ্জন অর্ককে
সম্পর্কিত খবর