<p>চলতি বছরে এখন পর্যন্ত ভারত সরকার প্রায় ৭১ হাজার টন পেঁয়াজ কিনেছে। দাম নিয়ন্ত্রণে পাঁচ লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণের অংশ হিসেবে এই পরিমাণ পেঁয়াজ কেনে দেশটি। পুরোদমে বর্ষা মৌসুম শুরু হলে পেঁয়াজের দাম কমবে বলে আশা করছে তারা।</p> <p>গত বছর তাদের সংগ্রহে ছিল ৭৪ হাজার ৭১ টন। কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ মজুদ করে রাখতে পারে সরকার। আবার চাইলে বাজারেও ছাড়তে পারে।</p> <p>গত শুক্রবার ভারতের খুচরা বাজারে এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮.৬৭ রুপি। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন কম হওয়ায় ভারতে পেঁয়াজের দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার।</p> <p>সূত্র : দি ইকোনমিক টাইমস</p> <p> </p>