<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) অধিগ্রহণসংক্রান্ত এক তদন্তে সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি ইলন মাস্ক। এতে আদালত অবমাননার দায়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তাঁর কাছ থেকে জরিমানা আদায় করতে চায় মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাস্কের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুক্রবার এ বিষয়ে ফেডারেল আদালতে আবেদন করে এসইসি। তবে তাঁর আইনজীবীরা বলেছেন, সাক্ষ্য গ্রহণের জন্য নতুন একটি তারিখ নির্ধারণে সব পক্ষ একমত হয়েছে। ফলে নিষেধাজ্ঞা বা আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হবে না। নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী অক্টোবরে একটি তারিখ নির্ধারণের চেষ্টা করছে এসইসি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন দেওয়া তারিখে হাজির না হলে আদালতকে ব্যবস্থা নিতে বলেছে মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। শুধু এবারই নয়, এর আগেও বেশ কয়েকবার সাক্ষ্য প্রদানের তারিখ পিছিয়েছেন ইলন মাস্ক। সর্বশেষ ১০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। তবে আদালতে হাজির হননি মাস্ক। সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে মাস্কের আইনজীবী এসইসিকে জানান, সাক্ষ্য দিতে পারবেন না মাস্ক। স্পেসএক্সের পোলারিস ডন মিশনের জন্য জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্ট ভ্রমণে গেছেন তিনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এতে করে ওয়াশিংটন থেকে অ্যাঞ্জেলেসে যাওয়া এসইসির আইনজীবীদের বিমানভাড়া গচ্চা যায়। সাক্ষ্য গ্রহণ করতে এসে তাঁদের যে খরচ হয়েছে, তার ক্ষতিপূরণ আদায়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। ক্ষতিপূরণ না দিলে মাস্কের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এসইসি। ২০২২ সালের এপ্রিলে প্রায় চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে এক্স (সাবেক টুইটার) কেনেন ইলন মাস্ক। টুইটার কেনার প্রক্রিয়ায় মাস্ক কোনো নিয়ম লঙ্ঘন করেছেন কি না তা খতিয়ে দেখতে তদন্তে নামে এসইসি। নিয়মবহির্ভূতভাবে টুইটারের শেয়ার কেনার তথ্য প্রকাশ করেছিলেন কি না সে বিষয়টি তারা খতিয়ে দেখছে। সূত্র : সিএনএন</span></span></span></span></p>