<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের কৃষি খাতে উদ্ভাবন ও জন-সম্পৃক্ততা বাড়াতে নতুন সাতটি কৃষি গবেষণা উদ্যোগ অর্থায়ন করেছে বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এসব গবেষণা প্রকল্পে উৎপাদনশীলতা বাড়ানো, যান্ত্রিকীকরণ ও ফসল উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের কৃষি খাতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ভিত্তি করে সেরা সাতটি গবেষণা উদ্যোগ নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুষ্টিসমৃদ্ধ গাজর ও টমেটোর জলবায়ু সহনশীল জাত উন্নয়ন, পরিবেশবান্ধব উপায়ে পোকা দমনের মাধ্যমে আমের উৎপাদন বাড়ানো এবং সৌরচালিত সিস্টেম ব্যবহার করে অফগ্রিড এলাকায় ধানের জমিতে সেচের প্রসার। অন্যান্য প্রকল্পের মধ্যে আছে মৎস্য চাষে বাণিজ্যিক খাদ্যের বিকল্প প্রস্তুতকরণ, আইওটি বা ইন্টারনেট অব থিংসভিত্তিক জল ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধান চাষের উন্নতি করা, দেশি ছত্রাকযুক্ত জৈবসারের ব্যবহার করে লবণাক্ত উপকূলীয় অঞ্চলে ফসলের সক্ষমতা বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সাহায্যে গর্ভাবস্থা শনাক্তকরণের মাধ্যমে ডেইরি খাতের উৎপাদন বাড়ানো। এই প্রকল্পগুলো সম্মিলিতভাবে পরিবেশবান্ধব চর্চার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, উৎপাদনশীলতা ও টেকসই উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী সমাধান উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই কৃষি গবেষণা প্রকল্পের মাধ্যমে আমরা এই খাতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করছি।</span></span></span></span></p>