<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশের শেয়ারবাজারে বিগত সপ্তাহের পুরোটাই মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে প্রায় ৫০ পয়েন্ট। এ ছাড়া লেনদেন কমেছে প্রায় ১৪ শতাংশ। তবে বেড়েছে বাজার মূলধন। প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দামও বৃদ্ধি পেয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকার ওপরে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় জায়গা করে নিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। গত সপ্তাহজুড়ে ডিএসইতে ২১১টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৬টির। এ ছাড়া ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় বেশিসংখ্যক প্রতিষ্ঠান থাকার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ৪০.৫২ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ছয় লাখ ৭২ হাজার ১১৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দুই হাজার ৩০১ কোটি টাকা বা ০.৩৪ শতাংশ কমেছে। আগের সপ্তাহে বাজার মূলধন কমে ১৩ হাজার ৫০৬ কোটি টাকা বা ১.৯৭ শতাংশ। তার আগের সপ্তাহে কমে ৯ হাজার ৯৫০ কোটি টাকা বা ১.৪৩ শতাংশ। প্রধান মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে কমেছে বাছাই করা ভালো কম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহে সূচকটি কমেছে ৫.৮৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ। এ ছাড়া ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে কমেছে ১৫.৪০ পয়েন্ট বা ১.২৬ শতাংশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সব কটি মূল্যসূচক কমার পাশাপাশি গত সপ্তাহে লেনদেনের গতিও কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৬৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪২৬ কোটি ২১ লাখ টাকা।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>