<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত উৎপাদনে খুব ভালো অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সরকার এই সেক্টরের সহায়তার হাত বাড়িয়ে দিলে তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের আরো ভালো পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটির বিসিক শিল্পনগরীর ফেম অ্যাপারেলস লিমিটেড নামের একটি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ইরমা ভ্যান ডুরেন পোশাকশিল্পের কর্মপরিবেশ এবং উৎপাদনের বিভিন্ন দিক দেখে সন্তোষ প্রকাশ করেন।  বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের পোশাকশিল্পের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করে। বাংলাদেশের পোশাকশিল্প ওয়ার্ল্ডের হাই স্ট্যান্ডার্ন্ড মেইনটেন করে। শ্রমিকদের জন্য কল্যাণমূলক কাজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে কি না সে জন্যই বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ঘুরে দেখেছেন ডুরেন। সারা বিশ্বে বাংলাদেশের পোশাক খাত বর্তমানে বড় একটি অবস্থান তৈরি করেছে। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেনের বাংলাদেশ সফর তারই একটি ফল। এ সময় আরো উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের সিনিয়র অর্থনীতি উপদেষ্টা তানজিলা তাজরীন, অর্থনৈতিক বিষয়ক সিনিয়র সচিব সারা ভ্যান হোভ, ফেম অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম কাজল প্রমুখ।</span></span></span></span></span></p> <p> </p>