<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেকোনো প্রতিষ্ঠানের সরবরাহব্যবস্থা টেকসই করতে দুর্নীতি দূর করতে হবে এবং প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সের দিকেও নজর দিতে হবে। তাহলে পণ্য নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এতে উৎপাদন খরচ কমবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রাজধানীর গুলশান-১-এ অবস্থিত অল কমিউনিটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সরবরাহ ব্যবস্থায় কর্মরত অভিজ্ঞ ব্যক্তিরা এসব কথা বলেন। অনুষ্ঠানে ৫০টির বেশি বেসরকারি প্রতিষ্ঠানের সরবরাহ ব্যবস্থায় কর্মরত ১০০ জনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্য সাপ্লাই চেইন স্ট্রিট (টিএসসিএস)</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ম্যাগাজিনের সপ্তম সংখ্যা প্রকাশ উপলক্ষে আয়োজন করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে প্যানেল আলোচনায় ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাপ্লাই চেইন প্রশিক্ষক ইজাজুর রহমান বলেন, কম্পানিগুলোতে কেন জানি সাপ্লাই কথার সঙ্গে দুর্নীতি পারমানেন্ট করে ফেলা হয়েছে, যা ভুল। আপনারা মালিক পক্ষকে বুঝান, একটা ভালো সাপ্লাই ম্যানেজার অর্থ উপার্জন করে দেবে। নীতিগত সম্পর্কের মাধ্যমে তিনি এটা করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনারা নিজেদের অবস্থান থেকে চেষ্টা করুন, করাপশনকে অ্যাড্রেস করতে হবে। এটা সকল সম্ভাব্য পদ্ধতিতে চেষ্টা করুন। এখানে পণ্য বা কাঁচামাল নষ্ট হওয়া নিয়ে যেসব কথা হয়, তা-ও কমে যাবে। চোখ বন্ধ করে রাখাও করাপশন। সুতরাং আপনাদের পণ্য উৎপাদনে কোথায় গুরুত্ব কম দেওয়া হচ্ছে, সেটা খুঁজে বের করুন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখানে প্রায় ১০০টি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত হয়েছেন। আপনারা চিন্তা করুন, কাল থেকে যদি আমরা বলি আমার কাজে ও সমাজের কোথাও আমার সামনে দুর্নীতি করতে দেব না, ভাবতে পারেন বাংলাদেশ কোথায় চলে যাবে? আজকে থেকে নিয়ত করুন, ব্যক্তিগতভাবে কাল থেকে কোথাও দুর্নীতিতে যাব না, এরপর আপনার প্রতিষ্ঠানে, তারপর দেশের মধ্যে। এটা রকেট সায়েন্স নয়। এটা করা সম্ভব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের হেড অব সাপ্লাই চেইন মাহবুব সোবহান বলেন, যদি সঠিক পরিকল্পনা করা যায় তাহলে পণ্য উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়েস্ট হয় সেটা কমানো সম্ভব হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিএসসিএসের এডিটর ইন চিফ মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকাশিত ম্যাগাজিনে সাপ্লাই চেইন নিয়ে ১০টি আর্টিকল, দুটি সাক্ষাৎকার রয়েছে। যেখানে টেকসই সরবরাহ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে সাপ্লাই চেইনে কাজ করার জন্য কোন বিষয়ে কাজ করতে হবে, কী কী দক্ষতা অর্জন করতে হবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তা নিয়ে আলোচনা করা হয়েছে। এবার সপ্তমবারের মতো এই ম্যাগাজিন প্রকাশ করা হলো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে দেশের বেশির ভাগ পণ্য উৎপাদন খাতের ৮০টি কম্পানির সাপ্লাই চেইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</span></span></span></span></p>