<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লী এলাকায় বসেছে বেগুনের হাট। এবার এ উপজেলায় বেগুনের ভালো ফলন হয়েছে। সারা দেশে চাহিদা থাকায় জমে উঠেছে বেগুনের এই হাট। তা ছাড়া এবার বেগুনের দামও বেশি। ভালো ফলন ও দাম পেয়ে সাটুরিয়া উপজেলার কৃষকদের মুখে হাসি ফুটেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বেগুনের হাট। এ হাটের বেগুনের খ্যাতি ছড়িয়ে পড়েছে জেলাসহ ঢাকার কারওয়ান বাজার পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদাও ব্যাপক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরতিল্লী বাজারে তিল্লী ইউনিয়ন পরিষদের পাশে খোলা জায়গায় বসেছে বেগুনের হাট। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা ভ্যানগাড়ি ও খাঁচায় করে বেগুন নিয়ে আসছেন। পাইকার ও শ্রমিকরা বেগুন কিনে বস্তা ভর্তি করতে ব্যস্ত থাকেন। এরপর দেশের বিভিন্ন জেলায় নেওয়ার জন্য পাইকাররা ট্রাক ভর্তি করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলার চরতিল্লী গ্রামের কৃষক মো. আব্দুর রাজ্জাক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর চার বিঘা জমিতে বেগুন আবাদ করেছি। এতে প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়েছে। কয়েক দিন ধরে বেগুন বিক্রি করছি। আশা করি ভালো দাম পেলে গত বছরের চেয়ে বেশি লাভবান হব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেক কৃষক আব্দুল হালিম মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাড়ে তিন বিঘা জমিতে এ বছর বেগুন চাষ করা হয়েছে। এ পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা। খরচ বাদে দুই লক্ষাধিক টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলার চরতিল্লী গ্রামের মো. আব্দুস ছালাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আট বিঘা জমিতে বেগুন চাষ করা হয়েছে। এতে চার লক্ষাধিক টাকার মতো খরচ হয়েছে। আশা করি এ বছর সাত থেকে আট লাখ টাকার মতো লাভ হবে। আমি গত বছর আট বিঘা জমিতে বেগুন আবাদ করেছিলাম। ছয় লাখ টাকার বেশি লাভ হয়েছিল। গত বছরের তুলনায় এ বছর দাম ভালো পেয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>