<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বছরের প্রথম ৯ মাসে ২৮০ কোটি ডলারের ডুরিয়ান ফল রপ্তানি করেছে ভিয়েতনাম। এর আগে কখনো দেশটি এই পরিমাণ ডুরিয়ান রপ্তানি করেনি। গত বছরের চেয়ে দেশটির রপ্তানি ৬৩ শতাংশ বেড়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফলটির আমদানিকারক শীর্ষ ১০টি দেশের মধ্যে আটটিই আমদানির হার বাড়িয়েছে। সবচেয়ে বেশি আমদানি করেছে চীন ও থাইল্যান্ড। শুধু চীন থেকেই আমদানি করা হয়েছে ২৬০ কোটি ডলারের ডুরিয়ান, গত বছরের তুলনায় যা ৬৫ শতাংশ বেশি। আমদানির দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ড। দেশটি আমদানি করেছে ১৩ কোটি ৩০ লাখ ডলার সমমূল্যের ডুরিয়ান। গত বছরের তুলনায় দেশটির আমদানি ৮৫ শতাংশ বেড়েছে। হংকং, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও কম্বোডিয়া থেকেও আমদানি বেড়েছে ১৭ শতাংশ। এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করেছে কম্বোডিয়া। ডুরিয়ান ফলের মান নিশ্চিতকরণ, প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ এবং চীনে খুব দ্রুত সময়ে ফলটি সরবরাহ করায় ভিয়েতনামের রপ্তানি বেড়েছে। তবে রেকর্ড পরিমাণ রপ্তানি বাড়ার পরও ডুরিয়ান ফলের শীর্ষ রপ্তানিকারক দেশ ভিয়েতনাম নয়। ডুরিয়ান রপ্তানির শীর্ষে রয়েছে থাইল্যান্ড। তবে গত বছরের তুলনায় চলতি বছর দেশটিতে উৎপাদন কমেছে ১৮ শতাংশ। এল নিনোর প্রভাবে আবহাওয়াজনিত নানা কারণ, যেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পানির সংকট ও দীর্ঘমেয়াদি তাপপ্রবাহে দেশটিতে উৎপাদনের হার কমেছে। এতে ফলটির দাম ২২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন ভিয়েতনামে ফল ও সবজি সমিতির সাধারণ সম্পাদক ড্যাং ফুক গুয়েন। ফলে ডুরিয়ান আমদানির জন্য চীন, থাইল্যান্ডসহ অন্যান্য দেশ ভিয়েতনামের ওপর নির্ভর করছে। গত আগস্টে হিমায়িত ডুরিয়ান রপ্তানির জন্য ভিয়েতনামের সঙ্গে চীনের আনুষ্ঠানিক চুক্তি হয়। এতে বছর শেষে ভিয়েতনামের রপ্তানি ৩৭০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডুরিয়ান বেশ দামি ফল। এক কেজি ওজনের একেকটি ডুরিয়ান ফল এক হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডুরিয়ানকে সব ফলের রাজা বলা হয়। ফলটির সঙ্গে কাঁঠালের সাদৃশ্য রয়েছে। তবে স্বাদ কিছুটা ভিন্ন। এর গন্ধ অনেক বেশি তীব্র। এ কারণে হোটেলসহ অনেক স্থানেই ফলটি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। সূত্র : ভিএনএক্সপ্রেস</span></span></span></span></p>